ইত্তেহাদ এক্সক্লুসিভ

সুন্দরবন ধ্বংসের পাঁয়তারা

image 80488 1713276511
print news

ইত্তেহাদ নিউজ,খুলনা :সুন্দরবন পূর্ব বিভাগের অধীনে বন বিভাগের লাউডোব টহল ফাঁড়ির ঠিক অপর পাশেই বনলতা নামে রিসোর্ট তৈরি হয়েছে। নামে ইকো রিসোর্ট হলেও রুম প্যাসেস, খাবার স্থান ও ওয়াশ রুমের মেঝেতে কংক্রিটের টাইলস বসানো। সুন্দরবনের মাত্র ৫০ মিটারের মধ্যে রিসোর্টটিতে নিজস্ব ব্যবস্থায় দেওয়া সাউন্ড বক্সে বাজানো হচ্ছে ডিজে গান। এখানে ঢাকা থেকে ঘুরতে আসা একটি পরিবার জন্মদিন পালন করছিল। রিসোর্টের ভেতরে মাত্র তিনটি রুম এবং সুন্দরবনমুখী খোলা জায়গা। জনপ্রতি ২শ টাকা দিয়ে রিসোর্টের ব্যবস্থাপনায় নৌকায় করে সুন্দরবনের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। রিসোর্টটির রুমের নিচে ব্যবহার্য চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে বনের ভেতরে। মাত্র ১শ গজ দূরে থাকা বন বিভাগের টহল ফাঁড়ি এর কিছুই জানে না।

শুধু বনলতা নয়, সম্প্রতি খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ও বানিয়াসান্তা ইউনিয়নে সুন্দরবনের একেবারে কোল ঘেঁষে গড়ে উঠেছে অন্তত ১২টি রিসোর্ট। সামাজিকমাধ্যমে নানা চটকদার বিজ্ঞাপন দিয়ে রিসোর্টগুলো পর্যটক টানছে প্রতিনিয়ত।

কোনো আইনের তোয়াক্কা না করে একে একে রিসোর্ট তৈরি করায় দৃশ্যমান যে চতুর্মুখী সংকট সৃষ্টি হয়েছে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এক দিকে বন ধ্বংস হবে অন্যদিকে বনে ঘুরতে আসা পর্যটকদেরও পড়তে হবে ঝুঁকিসহ নানা বিড়ম্বনায় বলে মনে করেন সুন্দরবন সংশ্লিষ্টরা।

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ও বানিয়াশান্তা ইউনিয়ন ঘুরে দেখা যায়, এখানে সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠছে একাধিক রিসোর্ট। এর মধ্যে বনলতা ও ম্যানগ্রোভ হ্যাভেন দুটি রিসোর্ট কৈলাশগঞ্জে বাকি রিসোর্টগুলো বানিয়াসান্তায়। রিসোর্টগুলো হলো- বনবাস, ইরাবতি, মাটির ময়না, জঙ্গলবাড়ি, পিয়ালি, নির্বাসন, সুন্দরী, বনবিবি। এ ছাড়া কয়েকটি রিসোর্টেও নির্মাণ কাজ চললে এখনো নাম নির্ধারণ করা হয়নি।

হুমকিতে সুন্দরবন ও জীববৈচিত্র্য

একের পর এক রিসোর্ট নির্মাণ হওয়ায় হুমকিতে পড়তে যাচ্ছে সুন্দরবন ও জীববৈচিত্র্য। সুন্দরবনের লাউডোব টহল ফাঁড়িতে সিপিজি হিসাবে কর্মরত শর্মিলা জানান, বন এক জায়গাতে এর লোকালয় এক জায়গাতে সেখানেই বন রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। এখন একের পর এক রিসোর্ট তৈরি করে প্রচুর মানুষ প্রতিনিয়ত সুন্দরবনে কোনো অনুমতি ছাড়াই প্রবেশ করছে। তারা সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। অনুমতি না নিয়ে বনের ভেতরে প্রবেশ করে ব্যবহার্য প্লাস্টিকের বর্জ্য ফেলছে, উচ্চস্বরে গান বাজাচ্ছে, বিভিন্নভাবে বনের ক্ষতি করছে। স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশে তারা এসব করছে। বন বিভাগ বা কাউকে তারা তোয়াক্কা করে না।

খোঁজ নিয়ে জানা যায়, এই মুহূর্তে বনলতা, বনবাস, ম্যানগ্রোভ হ্যাভেন, ইরাবতি, বন বিবিসহ বেশ কয়েকটি রিসোর্টে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে পর্যটক আসছে। তারা হরহামেশা বনের মধ্যে প্রবেশ করছে। এতে হুমকিতে পড়েছে সুন্দরবন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলাম বলেন, সুন্দরবনের মধ্যে অবাধ বিচরণের বিষয়ে সুন্দরবন ভ্রমণ আইন-২০১৪ আছে যেটা অবশ্যই মানতে বাধ্য সকল ভ্রমণকারী। সরকারের এই মুহূর্তে একটি প্রজেক্ট চলছে যেটা সুরক্ষা প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় ইকো-ট্যুরিজম একটা বিষয় আছে। কিন্তু একটি কটেজ করতে হলে অনেক বিষয় মানা উচিত, এটার একটা নীতিমালা থাকা উচিত। যেহেতু এখনো কোনো নীতিমালা তেমন নাই সুতরাং অচীরেই নীতিমালা প্রণয়ন করতে হবে। এ বিষয়ে আমার পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে একাধিকবার। তবে এই বিষয়টি নিয়ে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের দায় এড়ানো বা সমন্বয়হীনতার কোনো সুযোগ নাই।

বন বিভাগ ও প্রশাসনের সমন্বয়হীনতা

সুন্দরবনের কোল ঘেঁষে একের পর এক ইকো-রিসোর্টের নামে যে স্থাপনা তৈরি এবং অনুমতি না নিয়ে সুন্দরবনে অবাদ বিচরণে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে।

কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির রঞ্জন অধিকারী বলেন, আমার এলাকা এবং বানিয়াসান্তা এলাকায় মোট ৩৫টি রিসোর্ট হয়েছে। এর কয়েকটি আমার এলাকায় আমরা শুধু ট্রেড লাইসেন্স দিয়েছি। তবে ম্যানগ্রোভ হ্যাভেন নামে আমাদের একটি রিসোর্ট রয়েছে, যা ঢাকা থেকে আন্তর্জাতিক মানের হোটেল।

ইকো ক্রিটিক্যাল এরিয়ার ভেতরে স্থাপনার অনুমতি দেওয়ার আগে সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আসলে এই বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নাই।

খুলনা বিভাগীয় বন অফিসের সদর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান কালবেলাকে বলেন, বনে আমাদের একটা নির্দিষ্ট সীমানা আছে। এর এক ইঞ্চি দূরেও যে কেউ কোনো কিছু করলে এটার দেখার এখতিয়ার আমাদের না। বনের মধ্যে ঢুকে কেউ কিছু করলে আমাদের প্রমাণ দেন, আমরা ব্যবস্থা নেব। আমরা এসব বিষয় সমন্বয় মিটিংয়ে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করলে স্থানীয় প্রশাসন আমাদের কথা শোনেন না। আমাদেরও পাত্তা দেন না। আমাদের এখানে কিছু করার নেই।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী বলেন, রিসোর্ট কয়েকটি হয়েছে আমি আসার আগেই। তবে কেউ কোনো দিন কোনো ধরনের অনুমতি নিতে আসেনি। এগুলো করতে কোনো অনুমতি আদৌ লাগে কি না বিষয়টি আমার জানা নেই। আপনি যেহেতু প্রথম ব্যক্তি এই বিষয় প্রশ্ন তুললেন, আমরা অবশ্যই খোঁজ নেব। তবে বন বিভাগের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে মিটিং আহ্বান করলে বন বিভাগ মিটিংয়ে আসে না। আমাদের কিছু জানায় না। আমরা তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাই না।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম  বলেন, ইকো ট্যুরিজমের নামে যা হচ্ছে এর মূল্য একদিন দিতে হবে। এখনো চিন্তা করার সুযোগ আছে। ভারতে ইকো ট্যুরিজম করতে গিয়ে বনের ১২টা বেজে গেছে। আমার কাছে মনে হয় এই ইকো ট্যুরিজম ধনী মানুষের টাকা খরচ করার একটা জায়গা বানিয়েছে। এখানে স্থানীয় মানুষের সংশ্লিষ্টতা খুবই কম। তবে এখনই একটি নীতিমালা তৈরি করতে হবে। তা নাহলে ইকো ট্যুরিজম আমাদের আশীর্বাদের বদলে অভিশাপ হিসাবে দেখা দেবে শিগগিরই।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *