ঝালকাঠির কাঠালিয়ায় হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু


ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠির কাঠালিয়ায় মো. আফজাল তালুকদার নামের এক ব্যবসায়ী হিটস্ট্রোকে মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি মারা যান।মৃত মো. আফজাল তালুকদার মৃত মো. আনোয়ার তালুকদারের বড় ছেলে।স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রচণ্ড গরমের কারণেই তার স্ট্রোকে মৃত্যু হয়েছে।জানা যায়, রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার বলেন, জানামতে আফজালের কোনো রোগ ছিল না। প্রচণ্ড গরমের কারণেই স্ট্রোক করে মারা গেছেন তিনি।মো. আফজাল তালুকদার কাঠালিয়া বাসস্ট্যান্ড এলাকার ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। রোববার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।এদিকে আজও ঝালকাঠির ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। প্রখর রোদে আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।এর আগে শুক্রবার থেকে হিটস্ট্রোকে সারা দেশে ৫ জনের মৃত্যু হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়