রাজাপুরে নারী ইউপি সদস্যের হামলায় প্রবাসীর স্ত্রী হাসপাতালে


ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি সোনালী মোড় এলাকার স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য লিমা আক্তার মালা ও তার স্বামী বদিউজ্জামান বদু স্থানীয় শারমিন আক্তার (২৩) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই নারী গৃহবধূ রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেন। শারমিন সৌদি প্রবাসী শেখ তুশারের স্ত্রী। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন শারমিন আক্তার জানান, সোমবার বিকেলে একটি মুরগি প্রতিবেশী ইউপি সদস্য লিমা আক্তার মালার ঘরে প্রবেশ করলে মুরগির পা ভেঙে দেয়। মুরগির পা ভাঙার কারন জানতে গেলে ক্ষিপ্ত হয়ে মালা ও বদু দুজনে মিলে দেশীয় অস্ত্র দিয়ে শারমিনের মাথায় আঘাত করে । এছাড়া তাকে এলোপাতাড়ি আঘাত করা হয়। বুধবার রাতে ছাড়পত্র নিয়ে শারমিন বাসায় অসুস্থ অবস্থায় রয়েছেন।এ দিকে একটি পক্ষ আসামীদের বাচাঁনোর জন্য শারমিন ও তার মাকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করছে বলে জানা গেছে।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য লিমা আক্তার মালা ও তার স্বামী বদিউজ্জামান বদু জানান, ঘরে ইটপাটকেল নিক্ষেপ ও গালমন্দের প্রতিবাদ করায় কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে, তার মাথা ফাটানো হয়নি।
রাজাপুর থানার এসআই সোয়াইব হোসেন জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান,ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়