বাংলাদেশ ঢাকা

কৃত্রিম বৃষ্টি ছিটাবে ডিএনসিসি

d3a361643f12dbb08e0f129e5926c162 cec3362cd90778d7d8daa73ddc913261
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা :রাজধানীর তাপমাত্রা কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে সমন্বয় করে কাজ করবেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। তার পরামর্শে বর্তমান তীব্র দাবদাহে জনগণকে স্বস্তি দিতে ‘কৃত্রিম বৃষ্টি’ নামে সড়কে পানি ছিটানো ও ৫৪টি ওয়ার্ডে বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বায়ুদূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা জানান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

এ ছাড়া ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীর প্রতি তিনটি আহ্বান জানিয়েছেন মেয়র। তিনি নগরবাসীকে নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিনা মূল্যে পানি পানের ব্যবস্থা রাখা, সিটি করপোরেশন থেকে লাগানো গাছের পরিচর্যা এবং বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ ডেঙ্গু রোগবাহী এডিস মশার লার্ভা যেন না জন্মাতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মেয়রের ৩ পরামর্শ
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে নগরবাসীর প্রতি আমার তিনটি আহ্বান। এক. আমি ডিএনসিসি এলাকার দোকানদার, ব্যবসায়ী ও মালিক সমিতির নেতাদের অনুরোধ করছি আপনারা প্রতিটি দোকান, শপিং মল, মার্কেটের সামনে পানি খাওয়ার জন্য একটি ড্রামের ব্যবস্থা রাখবেন। সবাই যেন পানি খেতে পারে। দুই. আমরা গত বছর ৮০ হাজার গাছ লাগিয়েছি। এই বছর আরও ১ লাখ ২০ হাজার গাছ লাগাবো। এই গাছগুলো লালন-পালনের জন্য আমি নগরবাসীকে অনুরোধ করছি। সিটি করপোরেশন পরিচর্যা করছে, পাশাপাশি নগরবাসী যার যার বাড়ির সামনে, দোকানের সামনে যে গাছগুলো আছে, সেগুলোর যত্ন নেবেন। তিন. এ বছর ডেঙ্গু ছড়িয়ে পড়ার আগেই আমরা কার্যক্রম শুরু করেছি। এডিস মশার মৌসুম শুরু হচ্ছে। সবাই যার যার বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখবেন যেন এডিসের লার্ভা না জন্মায়।’

তিনি আরও বলেন, ‘দুটি স্প্রে ক্যানন যেগুলো ‘কৃত্রিম বৃষ্টি’র ব্যবস্থা করে, এগুলো প্রধান সড়কে পানি ছিটাবে। এগুলো বেশ বড় হওয়ায় গলির সড়কে প্রবেশ করতে পারবে না। গলির সড়কে পানি ছিটানোর জন্য ১০টি ব্রাউজার কাজ করবে। এগুলোর মাধ্যমে সড়কগুলো ভিজিয়ে ঠান্ডা রাখা হবে। এ ছাড়া ডিএনসিসির পার্কগুলোতে স্প্রে ক্যাননের মতো কৃত্রিম বৃষ্টির ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হবে।’

এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে তিনটি বিশেষ ভ্যানগাড়ি (৫০০ লিটার পানির ট্যাংক সংবলিত) পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে। ভ্যানগুলো বিশুদ্ধ খাবার পানি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরবে বলে জানান ডিএনসিসি মেয়র।

চিফ হিট অফিসারের কাজ সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, ‘চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দিচ্ছে। হিট অফিসার একজন একক ব্যক্তি। সে তো কাজগুলো বাস্তবায়ন করবে না। সে পরামর্শ দিচ্ছে কিন্তু কাজগুলো আমাদের সবাইকে করতে হবে। তার পরামর্শেই জনগণকে স্বস্তি দিতে আমরা এই কাজগুলো করছি।’

চিফ হিট অফিসার বুশরা আফরিনের নিয়োগ ও বেতন-ভাতা প্রসঙ্গে প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমি দেখছি কয়েক দিন ধরে চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন যে সে সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছে। আসলে এটা সঠিক নয়। সিটি করপোরেশন থেকে সে একটি টাকাও পায় না। এমনকি সিটি করপোরেশনে তার কোনও বসার ব্যবস্থাও নেই।’

হিট অফিসার নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান (অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। তারা সারা বিশ্বে সাত জন চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে। তাদের সাত জনই নারী।

ওয়াটার স্প্রে পরিদর্শনকালে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন, সংরক্ষিত কাউন্সিলর হামিদা আক্তার (মিতা) প্রমুখ।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *