তাপপ্রবাহের মধ্যেও খুলল শিক্ষা প্রতিষ্ঠান, চিন্তিত অভিভাবকরা


ইত্তেহাদ নিউজ,ঢাকা : তীব্র তাপপ্রবাহের কারণে সন্তানদের নিয়ে কিছুটা চিন্তিত অভিভাবকরা। তাপপ্রবারের মধ্যে ক্লাসের বাইরে বের না হতে কিংবা মাঠে খেলাধুলা না করতে সন্তানদের সতর্কও করছেন তারা। অভিভাবকরা বলেন, তীব্র গরমের মধ্যে স্কুল না খুলে অনলাইন ক্লাসের প্রতি জোর দেয়া যেত। সকালে রোদের তাপ কম থাকলেও গরমে ঘেমে যেতে হয়। তাপমাত্রা বাড়লে অবস্থা আরও খারাপ হবে। আরও কয়েকদিন ছুটি বাড়িয়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নিলে ভালো হতো।
এদিকে শ্রেণি কার্যক্রম চালু থাকলেও তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম। এ অবস্থায় সরকারি প্রাথমিকে শ্রেণি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশ জুড়ে বয়ে যাওয়া টানা তাপপ্রবাহ আরও ৪ দিন থাকতে পারে। এ ছাড়া আজ নতুন করে আবারো হিট অ্যালার্ট জারি করা হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার মতো স্বস্তির খবরও দিয়েছে সংস্থাটি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়