উজিরপুরে আওয়ামীলীগ নেতার স্ত্রী ও সন্তানের স্বীকৃতি চান এক অন্তঃসত্ত্বা নারী


উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতার নোংরামি ফাঁস হয়েছে। কলেজ পড়ুয়া এক যুবতী মেয়েকে দীর্ঘ ১০ বছর লোক চক্ষুর অন্তরালে রেখে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রেমের অভিনয় করে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে অবশেষে বিবাহ করতে বাধ্য হয়। নির্যাতিত অসহায় ঐ যুবতী (লতা ছদ্মনাম ) জানান , তার বাড়ি জামবড়ি গ্রামে , আর অভিযুক্তের বাড়ি পাশের গ্রাম হারতায়। ২০১২ সালে ঐ ছাত্রী কলেজে পড়াশোনা করার সুবাদে অভিযুক্ত শিক্ষার্থীকে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন স্থানে নিয়ে দৈহিক সম্পর্ক করতে বাধ্য করে। এক পর্যায়ে ২০১৪ সালে রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ২০১৫ সালে বরিশালে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ২০১৭ সালে তার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে তার বয়স ৭ বছর। এদিকে দ্বিতীয় সন্তান গর্ভে আসায় তিনি যেন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। তাকে বার বার অনুরোধ করা সত্যেও প্রকাশ্যে স্ত্রীর মর্যাদা দিতে নারাজ ঐ আওয়ামীলীগ নেতা । কেননা তার আরো এক স্ত্রী ও সন্তান রয়েছে এবং সমাজে ছোট হওয়ার ভয়তে। এ নিয়ে প্রায়ই চলতো স্বামী- স্ত্রীর দন্ধ। শত প্রতিকুলতার মাঝেও (লতা )তার পড়াশোনা চালিয়ে গিয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করে বর্তমানে আইন বিভাগে পড়াশোনা শেষ করেন। এদিকে প্রায়ই ঘড় ভাড়া ও পরিবারের খরচ নিয়ে চলতো ঝামেলা। মেয়েটি কোন উপায় না পেয়ে আওয়ামীগের বরিশাল জেলা ও উজিরপুরের শীর্ষ নেতাদের শরণাপন্ন হন। এতে ঐ আওয়ামীলীগ নেতা আরো ক্ষিপ্ত হয়ে কোর্টের মাধ্যমে ডিভোর্স দেয়ার আবেদন করলে উভয় পক্ষের শুনানিতে তার আবেদনটি খারিজ হয়ে যায়। ঐ অসহায় নারী সন্তান নিয়ে গত ২২ এপ্রিল সোমবার দুপুরে হারতায় ঐ নেতার বাড়িতে গেলে তাকে মারধর করে ঘর থেকে টেনে হিচড়ে বের করে দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তিনি ( লতা ছদ্মনাম ) আরো জানান, এ ছাড়া ও তার আরো অনেক নোংরামি প্রয়োজনে ফাঁস করে দেয়া হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ দিকে অভিযুক্ত প্রথমে সাংবাদিকদের কাছে বিবাহের কথা অস্বীকার করলেও পরে বিবাহিত স্ত্রী হিসেবে তাকে তালাক দিয়েছেন বলে জানান। তবে সন্তান ডিএনএ টেস্টের প্রমাণ পেলে গ্রহন করবেন বলে জানান।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়