বানারীপাড়ায় প্রচার ও প্রচারণায় এগিয়ে বিলকিস


মোঃ নাঈম মোঘল ,বানারীপাড়া : আসন্ন বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মহিলা চেয়ারম্যান পদে প্রচার ও প্রচারণায় এগিয়ে আছেন বিলকিস বেগম। বানারীপাড়া পৌরসভা সহ ৮টি ইউনিয়নে ভোটারদের দ্বারপ্রান্তে যাচ্ছেন তাদের কথা শুনছেন এবং প্রতিশ্রুতি সহ তা বাস্তবায়ন করার ইচ্ছা পোষণ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন বিলকিস বেগম। তিনি ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, বানারী পাড়ার জনগণের জন্য আমার ঘরের দরজা অতিতে ও উন্মুক্ত ছিল এবং সারজীবন থাকবে। আপনারা যেকোনো প্রয়োজনে আমার কাছে আসবেন আমি আমার সাধ্যমত আপনাদের প্রয়োজন মিটানোর চেষ্টা করব। এর আগে বিলকিস বেগম বানারীপাড়া পৌরসভার সংরক্ষিত আসনে ৭,৮,৯ নং ওয়ার্ডে কাউন্সিলর থাকাকালীন সম্মানের সহিত দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিনিধি হলেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ায় দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। বিলকিস বেগম বানারী পাড়ার বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমানের স্ত্রী বানারী পাড়ার পৌরসভা আটটি ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায় বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়