ইত্তেহাদ এক্সক্লুসিভ

মোটরসাইকেল গাছে

image 84864 1714753225
print news

ইত্তেহাদ নিউজ ডেস্কপাকা রাস্তা সংলগ্ন বড় একটি রেইন্ট্রি গাছের ডালে রশি দিয়ে বেঁধে একটি মোটরসাইকেল ঝুলিয়ে রাখা হয়েছে। মরিচ বাতি পেঁচিয়ে করা হয়েছে আলোকসজ্জাও। উৎসুক জনতা এই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করছেন। আস্ত একটি মোটরসাইকেল এভাবে গাছে ঝুলানো হয়েছে অন্য কোনো কারণে নয়, নির্বাচনে প্রচারের জন্য এমন কাণ্ড ঘটিয়েছেন সমর্থকরা।নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আকৃষ্ট করতে অনেক সময় অভিনব ও বিচিত্র ধরনের প্রচার করতে দেখা যায়। তেমনি মোটরসাইকেল গাছে ঝুলিয়ে অভিনব প্রচার করতে দেখা গেছে রংপুরের পীরগাছা উপজেলায়। উপজেলা চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ও তার সমর্থকরা মোটরসাইকেলটি গাছে ঝুলিয়েছেন।ভোটারদের আকৃষ্ট করতে তাদের এই অভিনব পন্থা বেশ কাজেও দিয়েছে। উৎসুক জনতা নিজেরাই আসছেন গাছে ঝুলানো আলোকসজ্জা করা এই মোটরসাইকেল দেখতে। তারা বলছেন, এমন বিচিত্র প্রচার তারা এর আগে কখনো দেখেননি। উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান এলাকায় গিয়ে দেখা যায়, পাকা রাস্তা সংলগ্ন বড় একটি রেইন্ট্রি গাছের ডালে মোটা রশি দিয়ে বেঁধে একটি মোটরসাইকেল ঝুলিয়ে রাখা হয়েছে। মরিচ বাতি পেঁচিয়ে করা হয়েছে আলোকসজ্জা। উৎসুক জনতা এই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় করছেন।

এ সময় স্থানীয় আমজাদ আলী বলেন, এই এলাকার মিলন ভাইয়ের সমর্থকরা তাকে ভালোবেসে এই মোটরসাইকেলটি গাছে টানিয়ে রেখেছে। এটা দেখে ভোটাররা যাতে আকৃষ্ট হয়।আব্দুর রউফ নামে একজন বলেন, ভোটকে কেন্দ্র করে এখানকার মানুষ আনন্দ করছেন, ফূর্তি করছেন। মানুষকে উৎসাহ উদ্দীপনা দিতে আমরা এই মোটরসাইকেলটি টানিয়ে দিয়েছি।তরুণ ভোটার মো. রাকিবুল ইসলাম বলেন, এই এলাকায় ভোটকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রচারের অংশ হিসেবে এখানে মোটরসাইকেলটাকে গাছে উত্তোলন করা হয়েছে। যাতে এই রাস্তা দিয়ে চলাচল করার সময় মানুষ এটা দেখে বুঝতে পারে এখানকার মানুষ মিলন ভাইকে কতটা ভালোবাসে। আমার জানা মতে, এই উপজেলায় এ রকম বিচিত্র প্রচারে আর কেউ করেনি।রিয়াজুল ইসলাম নামে এক ভোটার বলেন, আমাদের এলাকায় মোটরসাইকেলের ভোট বেশি। এলাকার ছেলেরা উদ্বুদ্ধ হয়ে ৪-৫ দিন ধরে এই মোটরসাইকেলটি গাছে টানিয়ে রেখেছে। রাতের বেলা মরিচ বাতি জ্বলে। খুব সুন্দর লাগে। মানুষ দূর-দূরান্ত থেকে দেখতে আসে, ছবি তোলে, ফেসবুকে ছাড়ে, বিষয়টি ভালো লাগছে।বিষয়টি নিয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, ভোট মানেই আনন্দ উৎসব। ভোটে যখন জনগণের অংশগ্রহণ থাকে। প্রতিযোগী ও প্রতিদ্বন্দ্বিতা থাকে। তখন সেই ভোট উৎসবে পরিণত হয়। আমার কর্মী, সমর্থক ও ভোটাররা আমাকে ভালোবেসে মোটরসাইকেল গাছে ঝুলিয়ে রেখেছে। এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাকে ভালোবেসে যারা এক অভিনব কাজটি করেছেন তাদের প্রতি আমি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।

পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ছাড়াও আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, দোয়াত কলম প্রতীকে কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, ঘোড়া প্রতীকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান নির্বাচন করছেন।ভোটের আর মাত্র কয়েক দিন বাকি। ভোটকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের এই যে আবেগ, উচ্ছ্বাস তা যেন নির্বাচনকে উৎসবে রূপ দিয়েছে। ভোটের ফল যাই হোক না কেন এমন উৎসবমুখর পরিবেশ যেন শেষ দিন পর্যন্ত থাকে, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *