উপহারের বাড়িকে গেস্ট হাউস বানাচ্ছেন জাহ্নবী


ইত্তেহাদ নিউজ ডেস্ক : মায়ের কাছ থেকে উপহার পাওয়া বাড়িটিকে গেস্ট হাউস বানাচ্ছেন জাহ্নবী কাপুর। সময় পেলে কিংবা মায়ের কথা মনে পড়লে চেন্নাইয়ে যে বাড়িতে ছুটে যান, সেখানেই অতিথিদের থাকার সুযোগ করে দিচ্ছেন এই বলিউড অভিনেত্রী। শুধু তাই নয়, মাঝে মাঝে জাহ্নবীর নিজেও অতিথি আপ্যায়নে হাজির হবে সেখানে। তাঁর সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন অতিথিরা। খাওয়ার তালিকায় থাকবে প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর প্রিয় বিভিন্ন ধরনের খাবার। এর জন্য অতিথিদের গুনতে হবে ২৫ হাজার রুপি।এরই মধ্যে গেস্ট হাউসে রূপান্তরের কাজ শুরু হয়ে গেছে। আর এই কাজে এআরবিএনবি সাহায্যকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আরও জানিয়েছে, বনি কাপুরের সঙ্গে বিয়ের পর জাহ্নবী কাপুরের জন্য চেন্নাইয়ে একটা বাড়ি কিনেছিলেন শ্রীদেবী।সেই বাড়িটিকে গেস্ট হাউসে রূপান্তর করা নিয়ে জাহ্নবী জানিয়েছেন, সাধারণ মানুষদের কাছে ভারতীয় সিনেমার কালজয়ী এক অভিনেত্রীকে স্মরণ এবং তাঁর যাপিত জীবনকে উপলব্ধি করার সুযোগ করে দিতেই তাঁর এ পরিকল্পনা। আর এই পরিকল্পনা সমর্থন করতে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বাবা বনি কাপুর ও বন্ধু শিখর পাহাড়িয়া।এদিকে উপহার পাওয়া বাড়িকে গেস্ট হাউসে রূপান্তর করা নিয়ে নেটিজেনরা নানা আলোচনায় মেতে উঠেছেন। অনেকে বলছেন, যতটা না নিজের ইচ্ছায়, তার চেয়ে বেশি শিখর পাহাড়িয়ার বুদ্ধিতে এমন পরিকল্পনা করেছেন জাহ্নবী। কারণ তাদের দু’জনের সম্পর্কটা এখন আর শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। একে অন্যের কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু হয়ে উঠেছেন তারা। তবে নেটিজেনরা কী বলছেন, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না জাহ্নবী। বরং নিজে যা ভালো মনে করছেন, সেটাই করে যাচ্ছেন। অভিনয়ের বিষয়েও প্রাধান্য দিচ্ছেন নিজস্ব ভাবনাকে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়