সারাদেশে ছাত্রলীগের পদযাত্রা,ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে


ইত্তেহাদ নিউজ,ঢাকা :স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর চালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনের সঙ্গে সমর্থন জানিয়ে সারাদেশে পদযাত্রা ও সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দাম ‘মেরোরান্ডাম অব পিস’ পাঠ করেন।সমাবেশে সাদ্দাম হোসেন বলেন, প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে। ইতিহাসের অমোঘ পরিণতি, সেই আমেরিকা থেকে দুর্বার আজকে প্রতিবাদ শুরু হয়েছে। যারা সবসময় প্যালেস্টাইনের বিপক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছে, সে দেশের তারুণ্য; মার্কিন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর থেকেও উচ্চস্বরে ফিলস্তিনের স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের আগ্রাসনের বিরুদ্ধে নানাভাবে হামলার শিকার হয়েও কণ্ঠ উচ্চারিত রেখেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।তিনি বলেন, ফিলিস্তিন আজকে মৃত্যু উপত্যকা। যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাকস্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা দেশগুলোকে গণতান্ত্রিক অগণতান্ত্রিক বলে দেয়, যারা অ্যাকাডেমিক ফ্রিডমের কথা বলে। আমরা দেখেছি তাদের মুখোশ কীভাবে উন্মোচিত হয়েছে। আন্দোলন করার জন্য আমেরিকায় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা ধিক্কার জানাই। গাঁজায় আমরা অবিলম্বে যুদ্ধবিরতি চাই, প্যালেস্টাইনের নিরাপত্তা চাই।এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর শাখা ও রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু, ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পাদক আকিব মুহাম্মদ ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থী ইসহাক আহমেদ ও আব্দুল্লাহ বাদাউইয়ি বক্তব্য রাখেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়