এক ভোটও পেলেন না চেয়ারম্যান প্রার্থী


ইত্তেহাদ নিউজ ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদে শাহ্ জাহাঙ্গীর কবীর নামের এক প্রার্থী কোনো ভোট পাননি। তার ভোটকেন্দ্র আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে তিনি শূন্য ভোট পেয়েছেন। অর্থাৎ নিজের ভোটটিও তার বাক্সে পড়েনি। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে এ বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ। তবে শাহ্ জাহাঙ্গীর কবীর তার পক্ষে কোনো প্রচারণা, গণসংযোগ ও মাইকিং করেননি। এমনকি ভোটকেন্দ্রে তার কোনো পোস্টারও ছিল না। ভোটারদের মধ্যে অনেকেই তাকে চেনেন না। অনেকে বলছেন, তিনি শুধু নামেই প্রার্থী হয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী অংশ নিয়েছেন।
এর মধ্যে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুছ ৩২ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২৯ হাজার ৩৭৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন অংশ নেন। এরমধ্যে চশমা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান ৪৫ হাজার ৫৩৮ ভোট ও কলস প্রতীকের প্রার্থী মোছা. রুনা আক্তার ৩৫ হাজার ৭২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রার্থী শাহ্ জাহাঙ্গীর কবীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ভোট তিনি অন্য আরেক প্রতীকে দিয়েছেন। ব্যালটে তার প্রতীক থাকলেও তিনি তার পক্ষে কোনো প্রচারণা ও গণসংযোগ করেননি। কারও কাছে ভোটও চাননি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়