জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল


ইত্তেহাদ নিউজ ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট।দিল্লির মদের আবগারি নীতি কেলেঙ্কারিতে ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ২০২৪ সালের সাত দফার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ করার জন্য তাকে জামিন দেওয়া হয়েছে। ২ জুনের মধ্যেই তাকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।একই মামলায় গত বছরের অক্টোবরে এএপি নেতা সঞ্জয় সিং গ্রেপ্তার হয়েছিলেন। তিনি ছয় মাস কারাবাসের পর জামিন পান। তাকে শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সময় যেসব শর্ত দিয়েছিলেন কেজরিওয়ালের জামিনের অন্যান্য শর্তও একই রকম হবে বলে জানিয়েছেন আদালত।সঞ্জয় সিংকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। যার অর্থ তিনি দলের পক্ষে প্রচার করতে পারতেন। আশা করা হচ্ছে কেজরিওয়ালও এখন প্রচার করতে সক্ষম হবেন।ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া এএপি প্রধানের আইনজীবী অভিষেক মনু সিংভি ৪ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে দিয়েছেন। আদালত বলেছেন, সপ্তম তথা শেষ পর্যায়ের প্রচারণা ভোটের ৪৮ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে।কেজরিওয়ালের আইনি দল ২৫ মে দিল্লির সাতটি লোকসভা আসনের নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়ার পক্ষে শক্তিশালী পিচ তৈরি করেছিল। যাতে তিনি এএপির হয়ে প্রচার করতে পারেন।
সূত্র : এনডিটিভি
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়