নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা


ইত্তেহাদ নিউজ, খুলনা: নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (১০ মে) রাত ১১টার দিকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় উপজেলার মঙ্গল হাটা গ্রামে মোস্তফা কামালকে গুলি করে দুর্বৃত্তরা।স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মল্লিকপুরের সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন লিপুর সঙ্গে মোস্তফা কামালের বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে বাড়ির পাশে ঘরোয়া বৈঠকের সময় মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী বলেন, মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়