বাংলাদেশ চট্টগ্রাম

কুমিল্লা বোর্ডে মেয়েরা এগিয়ে

1715498924.3
print news

ইত্তেহাদ নিউজ,কুমিল্লা :২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল  রোববার (১২ মে) প্রকাশিত হয়েছে।এদিন বেলা ১১টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হয়।ফল প্রকাশ করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলাম। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১০০ শিক্ষার্থী।ফলাফল বিবরণীতে দেখা যায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সর্বমোট এক লাখ ৭৯ হাজার ৩২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে এক লাখ ৪২ হাজার ৮১ জন। পাসের হার ৭৯ দশমিক ২৩। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৪২ শতাংশ।এ বছর মেয়ে পরীক্ষার্থী ছিল এক লাখ চার হাজার ৫৯৫ জন। পাস করেছে ৮৩ হাজার ২৯৯ জন। পাসের হার ৭৯ দশমিক ৬৪ শতাংশ। ছেলে শিক্ষার্থী ছিল ৭৪ হাজার ৭৩০ জন। পাস করেছে ৫৮ হাজার ৭৮২ শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৬ শতাংশ।কুমিল্লা বোর্ডে চলতি বছর জিপিএ-৫ বেড়েছে। ২০২৩ সালে এ বোর্ডে জিপিএ-৫ পান ১১ হাজার ৬২৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ১২হাজার ১০০জন। তবে বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তির হার অনেক বেশি। এ বিভাগে ১১ হাজার ৫৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ২০৮জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পান ৩৫৪ জন।কুমিল্লা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার মধ্যে পাসের হার বেশি চাঁদপুরে। ওই জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩২ শতাংশ। এছাড়া কুমিল্লা জেলায় পাসের হার ৮২ দশমিক ৪১, ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ দশমিক ৬৫, লক্ষ্মীপুরে ৭৯ দশমিক ২৫, ফেনীতে ৭৭দশমিক ৬৫ এবং নোয়াখালীতে ৬৯ দশমিক ২১ শতাংশ। বোর্ডে শতভাগ পাস করেছে ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। শূন্যভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক নিয়ন্ত্রক শহীদুল ইসলাম জানান, গণিতে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। মানবিকে ফেলের হার এবারো বেশি ছিল।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *