গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের


ইত্তেহাদ নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার।গাজার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।রোববার কুয়েতে জড়ো হওয়া আন্তর্জাতিক দাতাদের উদ্দেশে এক ভিডিও ভাষণে গুতেরেস গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।ভিডিওতে তিনি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতিই শুরু করতে হবে। জাতিসংঘ মহাসচিব সতর্ক করে দেন যে, যুদ্ধের অভিঘাত থেকে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে।এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যুদ্ধে বাড়ি থেকে পালানো বহু ফিলিস্তিনি আবার নতুন করে বাস্তুচ্যুত হচ্ছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়