পিতামাতা সন্তান জন্ম দিয়ে থাকেন,যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলেন শিক্ষকরা:ব্যারিস্টার আনিস


ইত্তেহাদ নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, পিতামাতা সন্তান জন্ম দিয়ে থাকেন, আর এই সন্তানদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলেন শিক্ষকরা।
শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।
সংগঠনের উপজেলা শাখার ফিরোজ চেৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রণজিত্ কুমার নাথ। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত নিউরোসার্জন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
সম্মানিত অতিথি ছিলেন বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ, যুগ্ম সম্পাদক শিমুল কানি্ত মহাজন, উত্তর জেলার সহসভাপতি শহীদুল ইসলাম, উত্তর জেলার সম্পাদক জাকের হোসেন ও হাটহাজারী উপজেলার প্রাক্তন সভাপতি এমরান হোসেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়