শঙ্কিত জার্মানরা


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ইউরোপীয়রা বিশেষ করে জার্মানরা জলবায়ু পরিবর্তনের চেয়ে অভিবাসন নিয়ে বেশি শঙ্কিত। দেশটি অভিবাসন কমাতে বেশি আগ্রহী বলে ডেনমার্কের এক সংস্থার গবেষণায় জানা গেছে।
সম্প্রতি প্রকাশিত গবেষণাটি করেছে ‘অ্যালায়েন্স অব ডেমোক্র্যাসিস ফাউন্ডেশন’। প্রতি চারজন ইউরোপীয়র মধ্যে একজন মনে করেন, সরকারের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় ‘অভিবাসন কমানোর’ বিষয়টি থাকা উচিত।
২০২২ সালের আগে এমন মনে করা ইউরোপীয়র সংখ্যা ছিল প্রতি পাঁচজনে একজন। জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করা মানুষের সংখ্যা কমছে বলে গবেষণায় জানা গেছে।
গবেষণার ফলাফল বলছে, ‘২০২৪ সালে প্রথমবারের মতো বেশিরভাগ ইউরোপীয়র কাছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে অভিবাসন কমানো বেশি অগ্রাধিকার পেয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়