নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তুলছেন শান্তনু ঠাকুর


জ্যোতি চক্রবতী : নাগরিকত্ব দেবে বলে টাকা তুলেছেন শান্তনু ঠাকুর, অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তিনি বনগাঁর অভিযান সংঘের মাঠে বনগাঁ লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা করতে এসেছিলেন। সেখানেই অভিযোগ করে মমতা বলেন, “আপনাদের এখানের বিজেপি প্রার্থী একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কী কাজ করেছেন? কোনও কাজই করেননি, নাগরিকত্ব দেবে বলে টাকা তুলেছেন।” তাঁর প্রশ্ন, “শান্তনু ঠাকুর কেন সিএএ-র জন্য আবেদন করছেন না? করবেন না, কারণ তিনি জানেন, আবেদন করলেই বিদেশি হয়ে যাবেন।
এদিন মুখ্যমন্ত্রী মতুয়া ঠাকুর বাড়ির সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেন। বনগাঁর প্রাক্তন বিধায়ক ভূপেন শেঠের কথা উল্লেখ করেন। মমতার কথায়, “বনগাঁ আসলে ভূপেনদা তাঁর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতেন।” ঠাকুরনগর ও বনগাঁ মহকুমার উন্নয়নে মুখ্যমন্ত্রী কী কাজ করেছেন, তার পরিসংখ্যান তুলে ধরে বলেন, “বিজেপি বলে, বাংলায় কোনও কাজ হয়নি তাই একটু আধটু তুলে ধরলাম।
মমতার সমালোচনার বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, “মুখ্যমন্ত্রী আগে বলুন, পাসপোর্ট তৈরি করতে গেলে তাঁর ডিআইবি ৭১ সালের আগের দলিল দেখতে চায় কেন? দলিল দেখাতে না পারলে টাকা দিতে হয়। এভাবে আমাদের সম্প্রদায়ের মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়েছে। মতুয়ারা নাগরিকত্ব পেলে আর টাকা দেওয়া লাগবে না। টাকার জোগান বন্ধ হয়ে যাবে। তাই কি মুখ্যমন্ত্রীর গাত্রদাহ হচ্ছে? মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন নাগরিকত্ব দেওয়ার নাম করে আমি টাকা নিয়েছি, তাহলে রাজনীতি করা ছেড়ে দেব।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়