ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক


ইত্তেহাদ নিউজ,ঢাকা : দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হক। শনিবার (১৮ মে) বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এসেছিলেন তিনি।ডিবি সূত্র জানিয়েছে, মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎ শেষে হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইলসহ সঙ্গে থাকা সরঞ্জামাদি ফেরত পেতে তিনি (মামুনুল হক) ডিবি কার্যালয়ে এসেছিলেন।ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, ডিবি প্রধান হারুনের সঙ্গে মামুনুলের বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। পরে তিনি গ্রেপ্তারের সময় সঙ্গে থাকা সরাঞ্জামাদি নিয়ে কার্যালয় ত্যাগ করেন।
এর আগে ৩ মে সকাল ১০টার দিকে কারাগার থেকে মুক্তি পান মাওলানা মামুনুল হক। ২০২১ সালের ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়