ইত্তেহাদ এক্সক্লুসিভ

স্বল্প মূল্যে উন্নতমানের চিকিৎসাসেবা দিচ্ছে বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল

MG 5987 scaled
print news

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : স্বল্প মূল্যে উন্নতমানের চিকিৎসাসেবা দিচ্ছে বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল।নগরীর সিএন্ডবি রোডের আমতলা পানির ট্যাংকি সংলগ্ন এই হাসপাতালটি এখন সাধারন মানুষের চিকিৎসা সেবা নেয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

নগরীর ও প্রত্যন্ত এলাকার মানুষের জন্য স্বল্পমূল্যে সব ধরনের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। অত্যাধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে হাসপাতালটিতে।

D 2 copy

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটিতে রয়েছে মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্ ও শিশুসহ বিভিন্ন বিভাগ।সাধারন ওয়ার্ড,নন এসি কেবিন,এসি কেবিন ভিআইপি কেবিন, অপারেশন থিয়েটার এবং প্রি-পোস্ট অপারেটিভ রুম, উন্নতমানের অটোমেটিক মেশিন সমৃদ্ধ অত্যাধুনিক ল্যাব, আধুনিক এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড মেশিন, ইসিজি মেশিনে সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এছাড়া মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি এন্ড অবস্ বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, দক্ষ নার্স রয়েছে। ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখে থাকেন প্রতিনিয়ত। এছাড়া দক্ষ নার্স,কর্মকর্তা ও কর্মচারী রয়েছে হাসপাতালে । অভিজ্ঞ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হচ্ছে বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল। হাসপাতালে অত্যন্ত সাশ্রয়ী মূলে সেবা দেওয়া হয়। ল্যাব টেস্টে ২৫% ডিসকাউন্ট এবং বিষেশজ্ঞ ডাক্তার ফি নেয়া হয় সকল স্থানের চেয়ে কম।

বরিশাল নগরীর বাসিন্দা মোতালেব হোসেন বলেন, আমি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে দেখলাম তাদের সেবার মান ভাল, টাকাও কম। ল্যাব টেস্টে ভালো পাসের্ন্ট ডিসকাউন্ট দিয়েছে। এত পরিস্কার ও পরিচ্ছন্ন। প্রচারের অভাবে হাসপাতালটির সুযোগ সুবিধা অনেকেই জানে না।

বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের এক নার্স বলেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। একবার যে রোগী চিকিৎসা গ্রহন করেছে, সে অন্যান্য রোগীকে কম টাকায় ভালো চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করছে।

D 3 copy

বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ এস এম ইকবালুর রহমান বলেন,আমরা ২০২৩ সালের ১৫ আগষ্ট হাসপাতালটিতে চিকিৎসা সেবা শুরু করেছি। স্বল্প আয় এবং সর্বশ্রেনীর মানুষদেরকে কম খরচে সেবা দেওয়ার মহৎ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের দেশে দেখা যায় অনেক স্বল্প আয়ের মানুষ যারা তাদের চিকিৎসায় টেস্টের খরচ বহন করতে পারেন না, ফলে তাদের রোগ ঠিকমতো শনাক্ত হয় না। আমরা সাধারণ মানুষের জন্য সেই সুবিধাটুকুই করে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, ‘মানুষের ডিমান্ড অনুযায়ী ডাক্তারের ব্যবস্থাপত্র, রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসাসেবা, অপারেশন, ওষুধপ্রাপ্তি সবকিছু দেওয়া হচ্ছে একই ছাদের নিচে। অর্থাৎ এখানে আসার পর একজন রোগীকে চিকিৎসার জন্য আর অন্য কোথাও যেতে হবে না।

Design Hospital copy4

বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর আয়োজনের উদ্যোগ গ্রহন করেছে। সেখানে বিনামূল্যে সাধারণ মানুষকে বিভিন্ন রোগের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

ডাঃ এস এম ইকবালুর রহমান বলেন,আমরা হাসপাতালটি ২৪ ঘন্টা খোলা রেখেছি রোগীদের জন্য। এছাড়া মুক্তিযোদ্ধা ,প্রতিবন্ধী মসজিদের ইমাম এবং দুস্থ্য ও অসহায়দের জন্য চিকিৎসা সেবায় বিশেষ ছাড় দিচ্ছি যাতে করে তারা সঠিক চিকিৎসা সেবা গ্রহন করতে পারে বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল থেকে। তিনি বলেন,আমাদের হাসপাতালের যে কোন তথ্য পাওয়ার জন্য ওয়েব সাইট www.bish-hospital.com এবং ০১৭৪৪৫১১৯৯৯ নম্বরে কল করে জেনে নিতে পারবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *