সফল কৃষি উদ্যোক্তা আবু তাহের বাবু


ইত্তেহাদ নিউজ,বগুড়া : শখের বশে আম চাষ শুরু করেছিলেন আবু তাহের বাবু। মাত্র ১০টি আমগাছ দিয়ে শুরু হলেও বর্তমানে নিজের ভাগ্য বদলে ফেলেছেন তিনি। বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে ফকিরপাড়া গ্রামের সফল কৃষি উদ্যোক্তা আবু তাহের বাবুর (৪২) বাগানে বর্তমানে গাছের সংখ্যা সাত শতাধিক।উপজেলার ফকিরপাড়া গ্রামের শামছুল হকের ছেলে আবু তাহের বাবু লেখাপড়া শেষ করে ১৯৯৮ সালে কাপড়ের ব্যবসা শুরু করেন।কিন্তু ব্যবসায় তাঁকে লোকসান গুনতে হয়। তাই ২০০৪ সালে ব্যবসা ছেড়ে বাড়ি পাশে দুবলাগাড়ি খালের তীরে অনাবাদি জমিতে ফসল চাষ শুরু করেন। কিন্তু খালের তীরে বালুর আস্তরণ পড়া জমিতে তেমন ফসল ফলে না। তাই বিকল্প চিন্তা করে ওই জমিতে মাত্র এক হাজার টাকা খরচে আমগাছের ১০টি চারা লাগান।রোপণের এক বছর পর থেকে গাছে আম ধরতে শুরু করে। ১০টি গাছ থেকে প্রতিবছর তিন হাজার টাকা করে আয় হতে থাকে তাঁর।
এ অবস্থায় পরিধি বাড়িয়ে ২০১৮ সালে তিন বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আমবাগান গড়ে তোলেন তিনি। প্রতি বিঘায় গড়ে এক লাখ টাকা করে লাভ হয়।
বর্তমানে তাঁর ১০ বিঘা বাগানের মধ্যে ছয় বিঘা বাগানে আম ধরেছে। আম চাষে আশার আলো দেখেন তিনি। বাগানের আয়তন বাড়ার পাশাপাশি লাভের পরিমাণও বাড়তে থাকে। এরপর তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।বাগানে দেশি-বিদেশি জাতের আমগাছ রয়েছে।কোনোটি ছোট আবার কোনোটি বড় আকারের। গাছে সবুজ পাতার মাঝে কাঁচা আমে ভরে গেছে বাগান। থোকায় থোকায় ঝুলছে হালকা খয়েরি, হালকা কাঁচা হলুদ ও সবুজ রঙের আম। পোকামাকড় থেকে রক্ষা করতে কিছু আম ফ্রুট ব্যাগে মুড়িয়ে রাখা হয়েছে।
আবু তাহের বাবু বলেন, ‘বাগানে কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, আলফানসো, হানিডিউ, বারি ফোর, কারাবাউ, ক্ষীরশাপাতি, আম্রপালি, সূর্যডিম, চিয়াং মাই, মল্লিকা, মিশ্রিদানা, নিলাম্বরী, বারোমাসি, কাঁচামিঠাসহ ২০ জাতের সাত শতাধিক আমগাছ আছে। আমার লক্ষ্য একটাই, শুধু মৌসুমের কয়েক মাস নয়, যেন সব সময় মানুষ চাইলে আম খেতে পারে। দেশে সাধারণত মে থেকে আগস্ট পর্যন্ত আমের মৌসুম হিসেবে গণ্য করা হয়। তবে এই বাগান থেকে বছরজুড়েই আম মিলবে। এবার ভালো ফলন হয়েছে। অনেকেই আগে থেকে অর্ডার দিয়ে রেখেছেন আম নেওয়ার জন্য। মনে হয় আম বাজারে নিয়ে বিক্রি করতে হবে না। বাগান থেকেই মানুষ নিয়ে যাবে। চলতি মৌসুমে ছয় লাখ টাকার আম বিক্রয়ের আশা করছি।’ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘কৃষি উদ্যোক্তা আবু তাহের বাবুকে সব ধরনের পরামর্শ দিয়ে থাকি। তাঁর দেখাদেখি এলাকার অনেকেই আম চাষে আগ্রহী হচ্ছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়