হেলিকপ্টার দুর্ঘটনা : রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দলের ৩ সদস্য নিখোঁজ


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধানে যাওয়া তিন উদ্ধারকর্মী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।
রেড ক্রিসেন্টের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মুখপাত্র জানান, সংস্থার অনুসন্ধান টিম এরই মধ্যে দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে গেছে। তবে অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে অনুসন্ধান অভিযান ব্যাহত হচ্ছে। ওই এলাকায় শিগগিরই বৃষ্টি নামতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে।
পরে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে তাদের কোনো কর্মী নিখোঁজ হয়নি। একজন মুখপাত্র বলেছেন, এই অভিযানে গঠিত টাস্ক ফোর্সের কাছ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক তথ্য তাঁদের কাছে আসেনি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়