ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার


ইত্তেহাদ নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম জানাল ইরান। দেশটির গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার অনুমোদনে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
খবর ইরনার।
সোমবার এক সাক্ষাৎকারে তাহান নাজিফ বলেন, সর্বোচ্চ নেতার অনুমোদন নিয়ে ইরানের বিচার বিভাগের প্রধান, পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে নিয়ে কাউন্সিল ৫০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনি বলেন, ইরানিদের চিন্তার কিছু নেই। দেশ চালানোর ক্ষেত্রে বিঘ্ন ঘটবে না।
দেশটির সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্ট হঠাৎ মারা গেলে সর্বোচ্চ নেতার অনুমোদনের পরিপ্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে।
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের দিজমার বনে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা সবাই নিহত হন। সোমবার সকালের দিকে পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
প্রেসিডেন্ট রাইসির সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানসহ কয়েকজন কর্মকর্তা। ইরানের মন্ত্রিসভা উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে।
ইব্রাহিম রাইসির মতই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ঘনিষ্ঠ মোখবার জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর। ২০২১ সালে তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট হন। আর রাইসি সেসময় হন প্রেসিডেন্ট।
রয়টার্স লিখেছে, গত বছরের অক্টোবরে রাশিয়ার মস্কোয় যে কজন ইরানি কর্মকর্তা সফর করেন, তাদের একজন ছিলেন মোখবার। সেসময় রুশ সেনাবাহিনীকে ভূমি থেকে ভূমিকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও আরও বেশি ড্রোন সরবরাহের ব্যাপারে তারা সম্মত হন। ইরানের বিপ্লবী গার্ডের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক কর্মকর্তাও ওই সফরে ছিলেন।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোখবার? কে তিনি
ইরানের সর্বোচ্চ নেতার বিনিয়োগ ফান্ড ‘সেতাদ’ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মোখবার।
পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০১০ সালে ইরানের অন্যান্য কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সঙ্গে মোখবারকেও নিষেধাজ্ঞা তালিকায় রেখেছিল ইউরোপীয় ইউনিয়ন। তবে দুই বছর পর ওই তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়।
২০১৩ সালে সেতাদ ও ইরানের ৩৭টি কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।
বিনিয়োগ ফান্ড সেতাদের পুরো নাম ‘সেতাদ ইজরায়ে ফরমানে হযরতে এমাম’, যার মানে ইমামের আদেশ কার্যকরের সদরদপ্তর। আলী খামেনির পূর্বসূরী ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এটি প্রতিষ্ঠা করেন।
১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পরে বিশৃঙ্খল বছরগুলোতে পরিত্যক্ত সম্পত্তি বিক্রি ও ব্যবস্থাপনার আদেশ দেয় সেতাদ। সেগুলোর বেশিরভাগ দাতব্য সংস্থায় দেওয়া হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়