ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ,কিছু প্রশ্ন সোমবার


ইত্তেহাদ নিউজ ডেস্ক : দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ার মধ্যে ইরানের প্রেসিডেন্টকে হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হল কেনো?
যে অঞ্চলে তিনি গিয়েছিলেন, সেখানে আবহাওয়া বৈরী ছিলো। আবহাওয়া অধিদপ্তর বিষয়টি আগেই জানায়নি কেনো?
বৈরী আবহাওয়া বুঝতে পেরেও পাইলট কেনো ফিরে আসলেন না? তিনি কি ইরানের শত্রুপক্ষের আয়ত্তে ছিলেন?
সাধারণত প্রেসিডেন্টের হেলিকপ্টারে আর কোনও ভিআইপি থাকেন না। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কেনো প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সর্বোচ্চ বৈরী সম্পর্ক চলমান, সেসময় কেনো ইরানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নেতা যুক্তরাষ্ট্র নির্মিত হেলিকপ্টার ব্যবহার করেছেন?
বহরের বাকি দু’টি হেলিকপ্টার রাশিয়া-নির্মিত ছিল। অপেক্ষাকৃত কম পুরোনো এই হেলিকপ্টারের দেখভালে নিয়োজিতরা কি ষড়যন্ত্রে লিপ্ত ছিল?
ইরান দেশের বাইরে সশস্ত্র গোষ্ঠীগুলোকে যতবেশি সাহায্য করে যাচ্ছে, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন?
রোববার (১৯ মে) আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, হেলিকপ্টার যেখানে ভেঙে পড়েছিল, সেখানে রাইসির দেহ পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানও মৃত বলে জানানো হয়েছে। হেলিকপ্টারে মোট নয়জন ছিলেন। সকলেই মারা গেছেন। রাইসির বয়স হয়েছিল ৬৩ বছর। ইরানের সংবাদসংস্তা জনিয়েছে, ”আয়াতোল্লাহ ইব্রাহিম রাইসি ইরানের মানুষের প্রতি কর্তব্য করতে ও রাষ্ট্রীয় কাজ করতে গিয়েছিলেন। দুর্ঘটনায় তিনি শহিদ হয়েছেন।”ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে আগে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানানো হয়নি। সোমবার সকালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তার কিছুক্ষণের মধ্যেই জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন তারা পাননি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়