বিনোদন

কানে নজর কাড়লেন ভাবনা

vabna.kan .en
print news

ইত্তেহাদ নিউজ ডেস্কসিনেমায় আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয় বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে একেকদিন একেক ডিজাইনের নজরকাড়া পোশাক পরে এসেছেন লাইমলাইটে।
2a3ba84382ed2304d79e09295e9aee11 664b284910303

বাংলাদেশ সময় ১২ মে রাতে ভাবনা কানে পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান’। কানে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে ভাবনাকে। সবকয়টি ছবিই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

a0bff90ebdead0f147f2d87a9f98ce9c 664b28edea700

প্রথম দিন কালো রঙের ব্লেজার পরেছেন। সেদিন সাধারণ সাজে গ্ল্যামারাস লুকে দেখা গেছে এই অভিনেত্রীকে।

দ্বিতীয় দিনে অভিনেত্রীকে দেখা গেছে নীল রঙের ফুলেল নকশা করা গাউনে। গায়ে আলাদা করে কোনো গয়না পরেননি তিনি। খোপা করা চুলে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এই অভিনেত্রী।

88c180601a790f6444badad0c4cc6e7a 664b29106d394

একইদিনে কালো গোল্ডেন গাউনে নজর কেড়েছেন ভাবনা। গাউনের সামনের অংশে ছিল একটি কাকের ডিজাইন। ছবিটি পোস্ট করে ফেইসবুকে ভাবনা লিখেছেন, ‘কান উৎসবে আমার সঙ্গে আমার কাক নিয়ে হাজির হয়েছি’।

এরপরে বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিয়েছেন ভাবনা।

94fcba45433326eaf3ee9a1cc9483036 664b2937e6bd0

আরেক পোশাকে কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মোস্তফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ভাবনা। ভাবনা জানান, তাদের অভিনয় দেখে তিনি বড় হয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন।

এছাড়া দেশীয় পোশাক শাড়িতেও কানে নজর কেড়েছেন ভাবনা। ঢাকাই জামদানির সঙ্গে রিকশা পেইন্টের মোটিফে তৈরি ব্লাউজ আর নিখুঁত কারুকাজের গয়নায় অপূর্ব লেগেছে তাকে।

ed1854aa0d9358f9246433cf25cf5276 664b29a3b976f

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে ভাবনার ভিন্ন ভিন্ন লুকে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও।

2088220bf67c1fe478ca240e588b6000 664b295a313f1

বিভিন্ন দেশের ২২টি সিনেমা জায়গা পেয়েছে প্রতিযোগিতা বিভাগে। ১৮টি সিনেমা লড়বে আঁ সার্তে রিগার্ডে। ২৫ মে পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে এ উৎসবের।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *