ববিকে চান মুন্না


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ‘যদি ববি ম্যাডাম সিনেমা করতে চান। তাহলে আমি তাকে কালকেই মুন্না খান মাল্টিমিডিয়াতে সাইনিং করতে চাই। সে অসম্ভব সুন্দর। সে আমার ক্রাশ ছিল একসময়। তাকে অবশ্যই নায়িকা হিসেবে চাই।’- চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে এভাবেই নিজের পরিকল্পনার কথা বললেন ডার্ক ওয়ার্ল্ড সিনেমার নায়ক মুন্না খান।
এবারের ঈদে প্রযোজক ও নায়ক মুন্না খানের প্রথম সিনেমা মুক্তি পেয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ তার অভিনয় ইতোমধ্যেই দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।
ঈদের দিন থেকে এটি ৯টি সিঙ্গেল স্ক্রিন ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায়, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)-এ চলছে। যতই সময় যাচ্ছে এই সিনেমার দর্শক বাড়ছে বলেও নিশ্চিত করেন মুন্না।
এদিকে আশা অনুযায়ী সফলতা পাওয়ায় এই নায়ক এখন নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা শুরু করেছেন। তবে এবার আর ভারতীয় নায়িকা নয়। দেশের নায়িকাদের নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
ঈদের দিন থেকে সিনেপ্লেক্স ছাড়াও ‘ডার্ক ওয়ার্ল্ড’ যেসব সিনেমা হলে দেখা যাচ্ছে: সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), পূরবী সিনেমা (ময়মনসিংহ), বনানী সিনেমা (নারায়ণগঞ্জ), নাজমা সিনেমা, (জয়পুরহাট), বিলাস সিনেমা (সাভার), কাজলী সিনেমা (চাঁদপুর), ঝংকার সিনেমা (বগুড়া), তুলি সিনেমা (যশোর) ও রিতা সিনেমা লক্ষ্মীপুর।
মুন্না খান ও কৌশানী মুখার্জি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, শিমুল খানসহ অনেকে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়