বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলোর ইন্তেকাল


ইত্তেহাদ নিউজ,ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর আলো বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য আমেরিকায়ও গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসা শেষে দেশেও ফিরেন এই বর্ষিয়াণ ক্রীড়া সংগঠক। কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেননি। দেশে ফেরার পর তাকে ভর্তি করা হয় বনানীর এক হাসপাতালে। সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিসিবির এই পরিচালক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আলমগীর আলোর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে বিসিবি। বুধবার দুপুর ৩টায় বারিধারার ডিওএইচএস মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
আলমগীর আলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে রয়েছেন দীর্ঘকাল ধরে। দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেটে ছিল তার সম্পৃক্ততা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবে কয়েক মেয়াদে ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। ক্রীড়াঙ্গনের বহুমুখী সংগঠনের সঙ্গে জড়িত এই ক্রীড়া সংগঠকের বিদায়ে ক্রীড়াঙ্গন নিশ্চিতভাবেই একজন অভিভাবককে হারালো।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়