ডা. ইকবালুর রহমান সেলিম সড়ক দুর্ঘটনায় আহত


বরিশাল অফিস : সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. ইকবালুর রহমান সেলিম। এতে তাকে বহনকারী প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলেও ডা. ইকবাল ও তার ড্রাইভার অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে চলন্ত গাড়িকে সামনা সামনি চাপা দেওয়ায় তারা দুজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে চরকাউয়া-গোমা রূটের বাকেরগঞ্জের চরামদ্দি মুগাখান মসজিদ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। চরকাউয়া-গোমা রূটের হাক্কানী পরিবহনের একটি বাস রং সাইটে গিয়ে এই দুর্ঘটনা ঘটায়।
খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক, চরামদ্দি ইউপি মেম্বার মিরাজ সিকদার সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ। দুর্ঘটনার পর বাসটি চলে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাসটি আটকে দেয়। শনিবার সকালে ডা. ইকবাল প্রাইভেট কারে তার গ্রামের বাড়ি বাদলপাড়া যাচ্ছিলেন। পথে মুগাখান মসজিদ মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা হাক্কানি পরিবহনের বাস রং সাইটে এসে প্রাইভেট কারটিকে সামনা সামনি চাপা দেয়।
ডা. ইকবালুর রহমান সেলিম বলেন, যেন সয়ং আল্লাহ নিজে এসে আমাকে বাঁচিয়েছেন। মুখোমুখি হাক্কানি পরিবহনের একটি গাড়ি চাপা দেয় আমাদের প্রাইভেট কারটিকে। ভিতরের আসনে থাকায় ব্যাথা ফুলা আঘাত পেলেও প্রাণে রক্ষা পেয়েছি। সামনের সিটে থাকলে নির্ঘাত মৃত্যুই হয়তো কপালে ছিলো।
চরামদ্দি ইউপি মেম্বার মিরাজ সিকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসি। প্রাইভেট কারটির সামনের ডান পাশের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ইকবাল স্যার ও তার ড্রাইভার সুস্থ আছেন।
চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করি। তবে অল্পের জন্য বড় কোন ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্থ প্রাইভেট কারটি মেরামতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়