বিশেষত্ব গাউন


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দ্বিতীয় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে সাদা-কালো একটি গাউনে হাজির হয়েছিলেন শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা। যেই গাউনের বিশেষত্ব ছিল একটি চিঠি। রাধিকার ২২তম জন্মদিনে অনন্ত আম্বানি যে চিঠিটি লিখে উপহার দিয়েছিলেন, সেটিই প্রিন্ট করা হয়েছে এই পোশাকে।যেখানে লেখা ছিল, ‘আমি সব সময় জীবনসঙ্গী হিসেবে তোমার মতো কাউকে খুঁজছিলাম। তুমি আমার স্বপ্নকে ছাড়িয়ে গেছো।’ এই গাউনের নকশা করেছেন হংকংয়ে জন্ম নেওয়া লন্ডনকেন্দ্রিক ফ্যাশন ডিজাইনার রবার্ট উন।