বিশেষ সংবাদ

ছাগলকাণ্ডের মতিউরের অঢেল সম্পদ গাজীপুরেও

mati
print news

ইত্তেহাদ নিউজ,গাজীপুর: গাজীপুরে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের অঢেল সম্পদ। ঢাকা, নরসিংদী, বরিশালের পর এবার তার বিপুল সম্পদের খোঁজ মিলেছে গাজীপুরের পূবাইলে ও টঙ্গীতে। এসব সম্পদের কিছু নিজের নামে থাকলেও বেশির ভাগই রয়েছে তার দুই স্ত্রী, ছেলেমেয়ে ও স্বজনদের নামে। অভিযোগ রয়েছে কাগজে যার নামই থাকুক এর সবটাই তার।

অনুসন্ধানে উঠে এসেছে, গাজীপুর মহানগরীর পূবাইলে এই কর্তার প্রথম স্ত্রী ও নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, প্রথম পক্ষের ছেলেমেয়ের নামে রিসোর্ট ও অঢেল সম্পদ থাকার তথ্য। এছাড়াও মতিউরের দ্বিতীয় স্ত্রী ও শ্যালকের নামে শিল্প নগরীর খ্যাত টঙ্গীর তিলারগাতি এলাকায় এস কে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের শিল্পপ্রতিষ্ঠান ও ১৯ কোটি টাকা মূল্যের জমি থাকার তথ্য পাওয়া গেছে।

গাজীপুর জেলা প্রশাসন সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, খিলগাঁও মৌজা গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে পড়েছে। এখানেই আছে মতিউরের পরিবারের ‘আপন ভুবন’ পিকনিক অ্যান্ড শুটিং স্পট নামের রিসোর্ট। স্থানীয় সূত্র জানায়, ৬০ বিঘা জমির ওপর গড়ে তোলা এই রিসোর্টের ৩৫ বিঘার মালিক তিনি ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ। আপন ভুবনের নামে ৫ একর ৭৭৭ শতাংশ জমি নামজারি ও জমাভাগ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মতিউর রহমান ও লায়লা কানিজের অনেক আগে থেকে টঙ্গীতে যাতায়াত ছিল। পূবাইলের খিলগাঁওয়ের আমিনুল ইসলামের সঙ্গে তাদের সখ্য হয়। সেই সূত্রে আমিনুলের বাড়ির আশপাশে তাদের নামে ৩৫ বিঘা জমি কেনেন। পরে আরো কিছু জমি কেনা হয়। এর সঙ্গে স্থানীয়দের কাছ থেকে আরো জমি বার্ষিক ভিত্তিতে ভাড়া নিয়ে ‘আপন ভুবন’ করা হয়। সেখানে জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা। আছে বিভিন্ন রাইডসহ অসংখ্য স্থাপনা, ১৮টি কটেজ। এক রাতের জন্য প্রতিটি কটেজের ভাড়া ৭ হাজার টাকা। রিসোর্টে সারা দিন কাটানো যায়। আছে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। সেখানে শুটিংও হয়। পূবাইলেরই ভাদুন গ্রামটি নাটক-চলচ্চিত্রের শুটিংয়ের জন্য বিখ্যাত।

আপন ভুবন রিসোর্ট ছাড়াও মতিউরের পরিবারের সদস্যদের নামে গাজীপুরে আরো জমির খোঁজ পাওয়া গেছে। গাজীপুর জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, খিলগাঁও মৌজায় ৩৬৫৬ নম্বর জোত নম্বরে মতিউর রহমানের নামে ২৭ শতাংশ এবং ৪২৪৯ নম্বর জোতে ১৪ দশমিক ৪ শতাংশ জমি নামজারি করা হয়েছে। একই মৌজায় তার স্ত্রী লায়লা কানিজের নামে ৩৪৫০ নম্বর জোতে ১৪ দশমিক ৫০ শতাংশ জমি খারিজ করা হয়েছে।

খিলগাঁও মৌজাতেই মতিউর-লায়লা দম্পতির ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে ৩৬৪৮ নম্বর জোতে ১৯ শতাংশ, ৪৪১৫ নম্বর জোতে ৭.২২ শতাংশ, ৪৪১৬ নম্বর জোতে ৫৫ শতাংশ, ৩৯৫০ নম্বর জোতে ২২ দশমিক ৫০ শতাংশ জমি নামজারি ও জমাভাগ করা হয়েছে। একই মৌজায় মেয়ে ফারজানা রহমানের নামে ৩৯২৫ নম্বর জোতে ৩ দশমিক ৫০ শতাংশ, ৩৬৪৫ নম্বর জোতে ২৬ দশমিক ৫০ শতাংশ জমি খারিজ করা হয়েছে। এই চারজনের যৌথ নামে ৩৫৫৭ নম্বর জোতে ৪৮ দশমিক ৭৭ শতাংশ এবং প্রথম স্ত্রী ও অর্ণবের নামে ৩৬৫২ নম্বর জোতে ৪৫ শতাংশ জমি নামজারি ও জমাভাগ করা রয়েছে। লায়লা কানিজের খিলগাঁওয়ে ৫ শতাংশ ও ৩৪ দশমিক ৫৫ শতাংশ জমি থাকার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, এসব জমি মতিউরের পরিবারের দখলে রয়েছে। খিলগাঁও মৌজাতেই গ্লোবাল শুজের নামে ২১, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭১, ৭২, ৭৪, ৭৫, ৯১, ৯২, ১১৪, ১২০, ১২১, ১২২, ১২৩ ও ১২৪ নম্বর জোতে শিল্প খারিজ করে জমাভাগ করা ৬৫ শতাংশ জমি রয়েছে। এই গ্লোবাল শুজের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম হাওলাদার মতিউর রহমানের ভাই। ময়মনসিংহের ভালুকায় এই প্রতিষ্ঠানের বিশাল কারখানা রয়েছে।

এ ছাড়া লায়লা কানিজের নামে-বেনামে গাজীপুরে পাঁচ কাঠা, পূবাইলে ৬ দশমিক ৬০ শতাংশ ও ২ দশমিক ৯০ শতাংশ, বাহাদুরপুরে ২৭ শতাংশ, মেঘদুবীতে ৬ দশমিক ৬০ শতাংশ এবং ধোপাপাড়ায় ১৭ শতাংশ জমি থাকার তথ্য পাওয়া গেছে।

খিলগাঁও রেলগেটের কাছে আপন ভুবন পিকনিক স্পটে গিয়ে দেখা যায়, সেখানে আছে বাঁশ ও বেতের ঘর, লাইটিং ঘর, কনফারেন্স হল, ডাইনিং স্পেস, আমবাগান, লেক, সঙ্গে সেতু, রেস্টুরেন্ট, ডলফিন এরিয়া, ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ, ব্যাডমিন্টন কোর্ট। উত্তর দিকে আছে বাগান, কাচের মঞ্চ, গ্রিনহাউস, বক ফোয়ারা, বাংলো ঘর, মাছ ধরার পুকুর, কাঠের ঘর। আছে লতাপাতা, গাছে ঘেরা ছোট ছোট ঘর। এটি নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনের শুটিং ও পিকনিকের জন্যও ব্যবহার হয়।

আপন ভুবনে এক তত্ত্বাবধায়কসহ ১২ জন কর্মচারী রয়েছেন। এক কর্মচারী বলেন, এখানে কয়েকজনের জমি আছে। মতিউর স্যারেরও আছে। সবার নাম আমি জানি না। অল্প দিন ধরে এখানে কাজ করছি।

আপন ভুবনের তত্ত্বাবধায়ক মো. রাজিব মিয়া সেখানে ছিলেন না। পরে যোগাযোগ করলে মোবাইলে বলেন, স্ত্রী অসুস্থ থাকায় তিনি বাইরে আছেন। রিসোর্টে প্রায় ৬০ বিঘা জমির মধ্যে ৩৫ বিঘা নিজস্ব। বাকি জমি ভাড়া নেওয়া। মতিউর রহমানের কথা জানতে চাইলে তিনি ‘অনেকেই আছেন’ বলে সংযোগ কেটে দেন।

স্থানীয় দোকানদার শাহীন হোসেন বলেন, আমরা সবাই জানি আপন ভুবন কানিজ ম্যাডামের। এখন জানছি, এই ম্যাডাম মতিউরের বউ। আগে শুটিং হতো।

এদিকে, টঙ্গীর ৫২নং ওয়ার্ডের তিলারগাতি এলাকায় মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার ও তার ভাই এম এ কাইয়ুম হাওলাদারের নামে রয়েছে সুবিশাল শিল্প কারখানা ও প্রায় ১৯ কোটি টাকার মূল্যের সীমানা প্রাচীরে ঘেরা জমি। কাগজে-কলমের দ্বিতীয় স্ত্রী ও তার ভাই মালিক হলেও প্রতিষ্ঠানটি কর্মকর্তা এবং স্থানীয়রা জানান এসব কিছুই মূলত মতিউর রহমানের।

এক সময় গার্মেন্টসকর্মী হিসেবে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায়, মতিউর রহমানকে নিয়ে গণ্যমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিকপক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না।

টঙ্গীর ৫২নং ওয়ার্ডের তিলারগাতি এলাকার বিশাল এই সম্পদের মালিকানার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ৫২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দু-এক বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে। পাশেই আরো প্রায় ১৯ কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউর রহমান সাহেবের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারের ভাই কাইয়ুম।

তিনি আরো বলেন, একসময় এই ফ্যাক্টরি এবং তাদের ব্যবসা শূন্য অবস্থায় ছিল। হঠাৎ করেই তারা অর্থসম্পদে ফুলেফেঁপে উঠেছেন। যে জমিটার ওপর ফ্যাক্টরি করেছেন, তার বাজারমূল্য আছে এখন ১৫ থেকে ২০ লাখ টাকা কাঠাপ্রতি।

বিশাল এই সাম্রাজ্যের বিষয় মতিউর রহমান প্রথম স্ত্রী লায়লা কানিজ, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার ও তার ভাই এম এ কাইয়ুম হাওলাদার বক্তব্য জানা যায়নি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *