সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের ছেলের বিয়েতে উপহারের জন্য চাঁদা চেয়ে নোটিশ


ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের ছেলের বিয়েতে উপহার প্রদানের জন্য সব কর্মচারীর কাছে চাঁদা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের নিচে কলেজের প্রধান সহকারীর স্বাক্ষর রয়েছে। তবে ওই পদের নাম ও সিল থাকলেও এতে কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তো বটেই, এ ঘটনায় খোদ অধ্যক্ষও বিব্রতবোধ করছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) ওই নোটিশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এর আগে গত ২৪ জুন এই নোটিশটি সব কর্মকর্তা-কর্মচারীকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নোটিশে বলা হয়, ‘অত্র কলেজের সকল কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১২ জুলাই ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনি নিমন্ত্রিত।’
এতে আরও বলা হয়, ‘এ উপলক্ষে সকল কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা অত্র কলেজের ক্যাশিয়ার মো. আবুল হোসেনের নিকট আগামী ৫ জুলাই শুক্রবারের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর বলেন, ‘আমি কলেজের প্রধান সহকারী ও হিসাবরক্ষককে দায়িত্ব দিয়েছিলাম আমার সব সহকর্মীকে কার্ড দিয়ে দাওয়াত করার জন্য। এভাবে টাকা চেয়ে নয়। প্রধান সহকারীর কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেছেন, কলেজের কারও অনুষ্ঠান হলে এভাবেই নিমন্ত্রণ করা হয়। আমি তাকে শোকজ করব, কেন তিনি এমন কাজ করে আমার এবং প্রতিষ্ঠানের সম্মানে আঘাত হানলেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়