প্রশ্নপত্র ফাঁসে কুমিল্লার সোহেল হঠাৎ কোটিপতি


ইত্তেহাদ নিউজ,কুমিল্লা : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৭ জনের একজন হলেন কুমিল্লার বাসিন্দা আবু সোলায়মান মো. সোহেল (৩৫)। ঢাকার মিরপুরের ব্যবসায়ী সোহেলকে এলাকাবাসী চিনত ‘হঠাৎ কোটিপতি’ হিসেবে।
সোহেলের গ্রামের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাঁর গ্রেপ্তারের খবরে এলাকাবাসী হতবাক।
কারণ এত দিন তারা জানত সোহেল যুক্তরাষ্ট্রের কোনো লটারি পেয়ে বড় ব্যবসা করে কোটিপতি বনে গেছেন।
বানাশুয়া গ্রামের আবদুল ওহাব ওরফে ওহাব বিএসসির তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে সোহেল সবার ছোট। আবদুল ওহাব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে স্নাতক শেষ করেছেন।
তিনি একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন বলে জানা গেছে।
গতকাল বুধবার সোহেলের গ্রামের বাড়ির অন্তত পাঁচজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, হঠাৎ কোটিপতি হলেও বাড়িতে বড় কোনো দালান নির্মাণ করেননি সোহেল। অনেক আগে নির্মিত একতলা ভবনটিতেই বর্তমানে সোহেলের এক ভাই সপরিবারে বাস করেন। কয়েক বছর ধরে মাঝেমধ্যে সোহেল ঢাকা থেকে বাড়িতে এলেও গ্রামের মানুষের সঙ্গে তেমন মিশতেন না, ‘বড়লোকি’ ভাব দেখাতেন।
আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, ‘ঘটনাটি শুনে অবাক হয়েছি। এত দিন জানতাম সোহেল ঢাকায় বড় ব্যবসা করেন। এখন জানলাম প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িয়ে কোটি টাকার মালিক হয়েছেন তিনি। আশা করছি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে।’
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, ‘সোহেল ভাই আমেরিকার কোনো এক লটারিতে কয়েক কোটি টাকা পেয়েছেন বলে আমরা শুনেছি।
সেই টাকায় এখন তিনি বড় ব্যবসায়ী। সবাই তাঁকে কোটিপতি সোহেল নামে চিনত। এলাকার বিভিন্ন সামাজিক কাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতেন তিনি। প্রশ্ন ফাঁস চক্রে তাঁর গ্রেপ্তারের খবরে আমরা অবাক হয়েছি।’
গ্রামবাসী জানায়, কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকায় সোহেলের এক ভাই এবং বুড়িচং বাজারে আরেক ভাইয়ের বড় ব্যবসা রয়েছে। এই দুই দোকানে সোহেলের বড় বিনিয়োগ আছে বলে তাঁরা শুনেছেন। চলতি বছরের শুরুতে সোহেল বাড়ির পাশে ৬০ শতক জমি দেড় কোটি টাকায় কিনেছেন। এর আগে বিভিন্ন সময়ে এলাকায় আরো জমিজমা কিনেছে সোহেলের পরিবার। তার বেশির ভাগই জমি কেনা হয়েছে তাঁর বাবার নামে।
এদিকে সোহেল গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁর পরিবারের লোকজন এসব বিষয়ে কোনো কথা বলছেন না। গত দুই দিন তাঁর বড় ভাই ব্যবসায়ী খালেদ হোসেনের সঙ্গে এসব বিষয়ে কথা বলতে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
প্রসংগত, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে পিএসসির দুজন উপ-পরিচালক, দুজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবিবার ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়