গরু চোরাচালানে রেট বাড়ানো রৌমারী থানার ওসিকে বদলি


ইত্তেহাদ নিউজ,কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামানকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
রৌমারী সীমান্তে মাদক ও গরু চোরাচালানে পুলিশের জড়িত থাকার অভিযোগ ওঠা ও বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তবে বদলির সঙ্গে সীমান্তে চোরাচালান ও এ বিষয়ে সংবাদ প্রকাশের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
রৌমারী সীমান্তে মাদক ও গরু চোরাচালানে পুলিশ জড়িত বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন।
তিনি বলেন, রৌমারী থানার ওসি গরু চোরাচালানে মাথাপিছু রেট বাড়িয়েছেন। জাকির হোসেনের এমন বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
পুলিশ সুপার বলেন, রৌমারী থানার ওসি কুড়িগ্রামে ২১ মাস থেকে দায়িত্ব পালন করছিলেন। এখন তাকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়েছে। এর সঙ্গে সংবাদ প্রকাশ বা অন্য কোনো ঘটনার সম্পৃক্ততা নেই। রুটিন কাজের অংশ হিসেবে তাকে বদলি করা হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা থেকে ২১ মাস আগে কুড়িগ্রামের রাজারহাট থানায় যোগ দেন ওসি আব্দুল্লা হিল জামান। চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচনের সময় তাকে রৌমারী থানায় বদলি করা হয়।
প্রসঙ্গত, গত ২২ জুন রৌমারী উপজেলার চোরাচালান ও আইনশৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন অভিযোগ করেছিলেন, রৌমারী সীমান্তে মাদক ও গরু চোরাচালানে পুলিশ জড়িত। একই সঙ্গে তিনি রৌমারী থানার ওসি ‘গরু চোরাচালানে মাথাপিছু রেট’ বাড়িয়েছেন বলেও অভিযোগ তুলেন। এ বিষয়ে একাধিক গণমাধ্যেমে সংবাদ প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়