প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা বহিষ্কার


ইত্তেহাদ নিউজ,লালমনিরহাট : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান ওরফে এমডি মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘চলমান পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জরুরি সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কথা বলতে সদ্য বহিষ্কৃত এমডি মিজানের মোবাইলে ফোন দেওয়া হলে তিনি কোনো সাড়া দেননি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়