আরব আমিরাত কারাদণ্ড দিলো ৫৭ বাংলাদেশিকে

ইত্তেহাদ নিউজ ডেস্ক : বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে আমিরাতের আদালত। এপির খবরে বলা হয়েছে, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতজুড়ে বেশ কয়েকটি রাস্তায় ‘দাঙ্গা উসকে দেওয়ার জন্য’ অভিযুক্ত করে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আদালত একজন সাক্ষীর কথা শুনেছে, যিনি নিশ্চিত করেছেন, আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বৃহৎ আকারে মিছিলের সমাবেশ করেছে। যদিও আদালত-নিযুক্ত একজন আইনজীবী বলেছেন, সমাবেশগুলোতে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। তাদের বিরুদ্ধে প্রমাণগুলোও অপর্যাপ্ত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। আমিরাতে প্রতিবাদ করা কার্যকরভাবে অবৈধ। দেশটিতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়



