বাংলাদেশ ঢাকা

গ্রেফতার ৭৮, এইচএসসি পরীক্ষার্থীর জামিন

image 833264 1722623856
print news

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গ্রেফতার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী শুক্রবার দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৬ এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম ও ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় ৪২ জনের জামিন মঞ্জুর করেন আদালত। এর মধ্যে ৩৭ পরীক্ষার্থী ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ও পাঁচজন ঢাকা জেলার বিভিন্ন থানায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

জামিন পাওয়াদের মধ্যে মিরপুর মডেল থানার ছয়জন, শাহবাগ থানার পাঁচজন, উত্তরা পশ্চিম থানার পাঁচজন, পল­বী ও যাত্রাবাড়ী থানার তিনজন রয়েছে। এছাড়া সাভার, আশুলিয়া, রূপনগর, ওয়ারী, লালবাগ, উত্তরা-পূর্ব, তুরাগ ও সবুজবাগ থানার দুজন করে এবং চকবাজার, দক্ষিণ কেরানীগঞ্জ, ধানমণ্ডি ও কদমতলী থানার একজন করে রয়েছে।

জামিনপ্রাপ্তরা হলো-আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বখস, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহম্মেদ, সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফলার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তোহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রায়হান, রুহুল আমিন, রাহাত ওবাইদুল­াহ, জাকি তাহসিন, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান, নাসির হোসেন, সাব্বির হোসেন, ফারদিন ইসলাম, খালিদ হাসান, ইমন হাওলাদার হেলাল।

সাতক্ষীরায় ছয়জনের জামিন : সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালাউদ্দীন আহম্মেদ শুক্রবার ছয়জনের জামিন মঞ্জুর করেন। এরা হলো- সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের কাজী সাকিব হাসান, শহরের ইটাগাছার তাসিন ফারহান নিলয়, দেবহাটার জগন্নাথপুর গ্রামের জাহিদ হোসেন, একই গ্রামের ফাহিম হোসেন, দেবী শহরের আসাদুল্লাহ ওরফে আকাশ ও সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গীর শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ নাফিজুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আটক শিক্ষার্থীদের সহায়তা দেবে সরকার : বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটক যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে। এদিকে পরীক্ষার্থী আটকের কোনো তথ্য থাকলে মামলা নম্বরসহ বিস্তারিত [email protected] ই-মেইলে পাঠানোর অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *