বিল প্রতি ঘুষ নেন ৫০০ থেকে ১০ হাজার


ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক হিসাব রক্ষক কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও নিয়ে সিটি কর্পোরেশনে তোলপাড় চলছে। মাসুদুল ইসলাম নামের এই হিসাবরক্ষক কর্মকর্তা বিল প্রতি ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন। ঘুষ ছাড়া ঠিকাদারদের কোনো বিল পাশ হয় না।এদিকে অভিযুক্ত এই হিসাব রক্ষক কর্মকর্তার ভিডিও দেখার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।তিনি আজ সোমবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘ভিডিওটি আমার কাছেও এসেছে। যেহেতু এটা অফিসিয়ালি সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল মঙ্গলবার অফিসে গিয়ে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত ঠিকাদাররা বিল পাশ করাতে গেলে বিল প্রতি কমপক্ষে ৫০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা নগদ ঘুষ দিতে হয়। বিল কম হলে ৫০০ টাকা এবং বেশি হলে ৫০০০ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ঘুষ পেলেই তিনি চেক ডেলিভারি করেন। অন্যথায় চেকের জন্য ঘুরতে হয় ঠিকাদারদের। আর এই ঘুষ তিনি নিজের চেয়ারে বসেই গ্রহণ করেন।
উল্লেখ্য, গত কিছুদিন আগে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এছাড়া গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী অফিস করছেন না। সিটি কর্পোরেশনে বর্তমানে প্রশাসকের দায়িত্বে রয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়