কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করে না জিয়া পরিবার: মোনায়েম মুন্না


বরিশাল অফিস : যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘জিয়া পরিবার কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আমরা কখনও দেশ ছেড়ে পালিয়ে যাই না। রোববার বিকেলে বরিশাল বিভাগীয় যুবদল আয়োজিত নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি আরও বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার সরকার কীভাবে পালিয়ে গেছে তা জনগণ দেখেছে। আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। এখন যুবদল এমন কোনো কাজ করবেন না, যাতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে বসে দল পরিচালনা করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, তারেক রহমান বিএনপি ও যুবদলকে একটি শক্তিশালী মাঠের দল হিসাবে গড়ে তুলতে চান।
এসময় আরও উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি এইচ এম তছলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পিপলু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম জাহান, বরিশাল উত্তর জেলা যুবদল সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়