বাংলাদেশ বরিশাল

নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে বরিশাল আদালতে প্রথম মামলা গ্রহণ

image 464691 1631539303
print news

বরিশাল অফিস :   ১৭ মাস পর নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে দায়েরকৃত বরিশাল আদালতে প্রথম মামলা গ্রহণ করা হয়েছে। দীর্ঘ শুনানী শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেহেদী হাসান আল মাসুদ মামলাটি গ্রহণ করেন।
২০১৩ সালের ১১ মার্চ তিন নারীকে অকথ্য নির্যাতনের অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে আদালতে মামলা দায়ের করেন বাদী। মামলাটি দায়েরের পর তৎকালীন পুলিশ ও আইনজীবীদের বাধার মুখে ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিলে এর কার্যক্রম স্থগিত হয়ে যায়।
বাদী বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা মালা আক্তার তার আইনজীবী নাজিম উদ্দিন আহম্মেদ পান্নার মাধ্যমে পুনরায় মামলার আর্জি করলে শুনানী শেষে তা গ্রহণ করেন বিচারক। গেল রবিবার এ আদেশ দেয়া হয়। মামলার আসামীরা হচ্ছেন : তৎকালীন বাবুগঞ্জ থানার এসআই খলিলুররহমান, এসআই নাসির উদ্দিন ও কনস্টেবল নিপা রাণী। বর্তমানে তারা দেশের বিভিন্ন থানায় কর্মরত।

বাদী বলেন, ২০১৩ সালের ৩ মার্চ রাতে বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ দেহেরগতি গ্রামের মাহিনুর বেগমের বাড়িতে পারিবারিক বনভোজনের আয়োজন করা হয়। এ কারনে সাউন্ড বক্স লাগিয়ে বাজানো হয় গান। কিন্তু গ্রামের কিছু লোক গানবাজনা বন্ধ করার জন্য টহল পুলিশের নিকট অভিযোগ করেন। এরপর টহল পুলিশ ওই বাড়িতে প্রবেশ করে উচ্চস্বরে গান বন্ধ করার নির্দেশ দেন। তখন পরিবারের সকলে তাদের বোঝান বনভোজন উপলক্ষে ছেলে-মেয়েরা আনন্দ করছে। এতে আরো ক্ষুব্ধ হন বাবুগঞ্জ থানার এসআই খলিলুর রহমান, এসআই নাসির উদ্দিন ও কনস্টেবল নিপা রাণী। এক পর্যায়ে তাদের সাথে বাগবিতন্ডা হলে ৬জনকে আটক করে থানায় নিয়ে নির্যাতন চালানো হয়। সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হন আকাশী, রাশিদা ও মালা।

এ ঘটনায় উল্টো এসআই নাসির উদ্দিন বাদী হয়ে ছয়জনসহ আরো ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ মার্চ আদালতে সোপর্দ করা হলে তিনজনের বয়স ১৪ বছর হওয়ায় বিচারক জামিন দেন। আর ওই তিন নারীকে কারাগারে পাঠান। ১২ মার্চ তাদেরকে আদালতে উঠানো হলে তারা বিচারকের নিকট পুলিশের অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন। ঘটনা শোনার পর বিচারক পুলিশ সুপারকে মামলা নেয়ার আদেশ দেন এবং তাদেরকে জামিন দেন। একই সাথে মেডিকেলে ভর্তি করে তাদের চিকিৎসা নিশ্চিত করে মেডিকেল রিপোর্ট দেয়ার নির্দেশ দেন।

বাদী বলেন, মেডিকেল রিপোর্ট এবং জবানবন্দী পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযুক্ত তিন পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে মামলা নেয়ার নির্দেশ দেন পুলিশ সুপারকে। বাবুগঞ্জ থানা পুলিশ দায়সারা গোছের এজাহার রেকর্ড করে সময় ক্ষেপন করেন। পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
ওই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আইনজীবী পান্না ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি দরখাস্ত দাখিল করেন। পুলিশ কর্মকর্তাদের চাপের কারনে ম্যাজিস্ট্রেট দাখিলকৃত নারাজি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি শুনানীকালে এএসপি পদ মর্যাদার কর্মকর্তারা আদালতে উপস্থিত থেকে চাপ সৃষ্টি করেন। এমনকি আইনজীবী পান্নাকে হুমকি-ধামকি দেয়া হয়। ওই বছরের ৭ আগস্ট মামলাটি না মঞ্জুর করেন আদালতের বিচারক।
আইনজীবী পান্না বলেন, ওই আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আনা হলে পুলিশ বিভাগ থেকে ওই আদালতের উপর চাপ সৃষ্টি করা হয়। এ কারনে ওই আদালত রিভিশন মামলাটি বিভাগীয় স্পেশাল জজ আদালতে প্রেরন করেন। আদালতে মামলাটি শুনানীকালে পুলিশ বিভাগ থেকে ৫০ জন আইনজীবী নিয়োগ দেয়া হয়। ওই সময়ও আইনজীবীরা বাদীর আইনজীবী পান্নাকে হুমকি দেন।
এ বছরের ২৯ আগস্ট পূর্বের আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা দায়ের করেন। ওইদিন দীর্ঘ শুনানী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মামলাটি মঞ্জুর করেন এবং নারাজি আবেদন না মঞ্জুরের আদেশ বাতিল করেন বিচারক। আইনজীবী পান্না দাবি করেন বাংলাদেশে সর্বপ্রথম নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইনে এ মামলাটি দায়ের হলো।
উল্লেখ্য শেখ হাসিনা সরকার পলিশে হেফাজতে কোন নির্যাতন হয় না আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য ২০১৩ সালে প্রণয়ন করেন ‘ নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইন। আইন থাকলেও সরকারের অনাগ্রহের কারণে কোন মামলা হয়নি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *