বরিশালে দখল বানিজ্যে শীর্ষ অবস্থানে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া,বিব্রত নেতা কর্মীরা


বরিশাল অফিস : ৫ আগস্ট ছাত্র – জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার দখল সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন।ফলে সুনাম নষ্ট হচ্ছে বিএনপির।হচ্ছেন নেতা কর্মীরা বিব্রত। ইতিমধ্যে জিয়া উদ্দিন শিকদার রুপাতলী বাস টার্মিনাল ,বাস মালিক সমিতি ,শ্রমিক ইউনিয়ন দখলে নিয়েছেন।
রুপাতলী বাস টার্মিনালের তিন বছর মেয়াদী কমিটি বাদ দিয়ে নিজেই কমিটি গঠন করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এই কমিটিকে জিয়ার পকেট কমিটি হিসেবে আখ্যায়িত করেছেন সাধারন বাস মালিকরা।
২০২৩ সালের ২৫ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট কমিটি ও ২০২১ সালের ২১ সদস্য কমিটি থেকে আওয়ামীলীগের এইচ এম এ মান্নান,নাসির মৃধা,আল আমিন হোসেন,জিয়ার আরেকজন চাচা শশুরসহ ৭ সদস্য বিশিষ্ট কমিটি করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে বিএনপিপন্থি ও সাধারন বাস মালিকদের মাঝে। জিয়ার দখলকৃত বাস মালিক সমিতিতে তিনজন আওয়ামীগ নেতা,একজন জিয়ার চাচা শশুর,দুজন বিএনপন্থি ও জিয়া এই সাত জনের পকেট কমিটিকে প্রত্যাখ্যান করেছে বাস মালিকরা। ২০২১ সাল পর্যন্ত কমিটিতে জিয়া উদ্দিন সিকদারের চাচা শশুর কাওছার হোসেন শিপন কখনো সাধারন সম্পাদক আবার কখনো সভাপতি হিসেবে ছিলেন। জিয়ার এ দখল সন্ত্রাসের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে নগরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এদিকে শ্রমিক ইউনিয়ন দখল করার ব্যাপারে ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন ও ক্রীড়া সম্পাদক মিজান গাজী কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন।
জিয়ার বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের সময়ে আওয়ামীলীগ নেতাদের সাথে আতাত করে জমি ব্যবসা,বহুতল ভবন নির্মান করার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ২৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নুরুজ্জামান দোলন বলেন, মহানগরের সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার একটি কমিটি গঠন করেছেন। তার নির্দেশনা অনুসারেই রূপাতলী বাস টার্মিনাল পরিচালিত হচ্ছে। আমি বাস মালিক হলেও বিগত ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে টার্মিনালে আসতে পারিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে টার্মিনালে এসেছি।তিনি বলেন, সরকার পরিবর্তন হয়েছে। নতুন কমিটি গঠনের কথা শুনেছি। কিন্তু একদিনও বাস টার্মিনালে বাস থেকে চাঁদা তোলা বন্ধ হচ্ছে না। নাতি কালাম নামে একজনের নেতৃত্বে প্রতিটি গাড়ি থেকে চাঁদা তোলা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, আবুল কালাম ওরফে নাতি কালাম বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নামে দখলে নিয়েছেন। কয়েক শ্রমিক জানিয়েছেন, রূপাতলী বাস মালিক সমিতির ১০১টি বাস থেকে দিনে ২০ থেকে ২২ হাজার টাকা চাঁদা উত্তোলিত হয়।
রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, আমাদের কমিটির বয়স হয়েছে মাত্র ছয় মাস। কমিটির মেয়াদ তিন বছর হলেও বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার নতুন একটি কমিটি করেছেন। ৫ আগস্টের পরে বাস টার্মিনাল বিএনপির লোকজন দখল করে নিয়ে গেছে। আমরা বাস টার্মিনালে উঠতে পারি না।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সাংবাদিকদের বলেন, বাস মালিক সমিতি হচ্ছে একটি ব্যবসায়িক সমিতি। ব্যবসা পরিচালনার জন্য এর কাঠামোগত প্রক্রিয়া সবসময়ে সচল রাখতে হয়। কিন্তু আগের কমিটির লোকজন আওয়ামী লীগ সরকার পতনের পর কেউ আসছিল না। মালিকরা অনেকভাবে যোগাযোগের চেষ্টা করেছে। তারা বলেছেন, তারা আসতে পারবেন না। এজন্য সাধারণ সভা করে আমাকে কনভেনর করেছে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন: চাঁদাবাজি ও দখলে বেপরোয়া বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া: বহিস্কার দাবী
সুশাসনের জন্য নাগরিকে (সুজন) বরিশালের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, সরকার পরিবর্তন হলেও চরিত্রগত পরিবর্তন কিন্তু হয়নি। একপক্ষ চলে গেছে আরেক পক্ষ এসে সবকিছু দখল করছে। কেউ কাউকে জবরদস্তিমূলক পদত্যাগে বাধ্য করছেন। এভাবে চললে খুব আশাবাদী হওয়ার সুযোগ নেই। এখন যে মামলাগুলো দেওয়া হচ্ছে সেগুলোও যেন আগের সাথে মিলে যাচ্ছে। সঠিক আইনের প্রয়োগ, বিচার ব্যবস্থা স্বাধীন না করলে আমরা এগাতে পারবো না। তিনি বলেন, সরকার আইনের প্রয়োগ সঠিকভাবে করতে না পারায় বিভিন্ন স্থানে দখলদারিত্ব, চাঁদাবাজী চলছেই।
মহানগর বিএনপির আহবায়ক আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক সাংবাদিকদের বলেন, কেন্দীয় নির্দেশ অনুযায়ী দেশের সকল বিএনপি নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে, চাঁদাবাজি, দখল, লুটপাট ও হামলার ঘটনায় কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থাসহ প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শ্রমিক ইউনিয়ন যেভাবে দখল :
বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনালের কর্তৃত্ব দখল করাকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত শ্রমিকদের দুই পক্ষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। গত শুক্রবার রাতে রুপাতলী থেকে ঝালকাঠি-মঠবাড়িয়া-ভান্ডারিয়া রুটে চলাচলরত থ্রি হুইলারে চাঁদাবাজি নিয়ে বিবদমান ওই দুই পক্ষ শ্রমিকের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৭ জন মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোচালক আহত হন।
জানা গেছে, গত ৫ আগস্টের আগে এই রুটে থ্রি হুইলার থেকে চাঁদা উত্তোলন হতো। বর্তমানে বিবদমান দুই পক্ষ শ্রমিক ইউনিয়নের পাল্টাপাল্টি কমিটি গঠন করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাত ১১টার দিকে সেনাবাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে কারা বৈধ শ্রমিক, তা নির্ধারণের সিদ্ধান্ত দিয়েছেন।
রুপাতলীর থ্রি হুইলারের চালকেরা দাবি করেছেন, ৫ আগস্টের আগে তাঁদের প্রতি ট্রিপে ১০০ থেকে ২০০ টাকা দিতে হতো। রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপিঘেঁষা শ্রমিক নেতারা নতুন করে আবার চাঁদা উত্তোলনের পাঁয়তারা চালাচ্ছেন। শুক্রবার আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি শ্রমিকেরা জানান, তাঁরা আর কাউকে চাঁদা দিতে রাজি নন।
জানতে চাইলে নিজেকে রুপাতলী শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব দাবি করে নাতি কালাম বলেন, ‘শুক্রবার রাতে অপেশাদার এবং পেশাদার শ্রমিকদের নেতৃত্ব নিয়ে ঝামেলা হয়। যারা পরিবহন সেক্টরে নেই, শ্রমিক নয়, তারা এখন রুপাতলী বাসস্ট্যান্ডের শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চায়। আগে খেয়েছে সুলতানের পরিবার, এখন খেতে চায় মোল্লার পরিবার। মোল্লা পরিবারের মাসুদ মোল্লা আহ্বায়ক হয়ে রুপাতলী শ্রমিক ইউনিয়নের ভুয়া কমিটি করেছে। মাসুদ বিএনপি নেতা রাজিব মোল্লার ভাই।’
কালাম আরও বলেন, ‘পেশাদার শ্রমিকেরা ভুয়া কমিটির সঙ্গে থাকতে চায় না। তাই আমি ৫ আগস্টের পর প্রকৃত শ্রমিকদের দ্বারা গঠিত শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব হয়েছি। শ্রমিক ইউনিয়নের এ কমিটি নিয়েই বিরোধ দেখা দিয়েছে। এটি আড়াল করতে মাহিন্দ্রা-সিএনজিচালকদের সামনে এনেছে।’ তবে তাঁরা পরিবহন থেকে কোনো চাঁদা তোলেন না বলে জোর দিয়ে বলেছেন তিনি।
এদিকে রুপাতলী শ্রমিক ইউনিয়নের অপর কমিটির নির্বাহী সভাপতি দাবি করে মাসুদ মোল্লা বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতিতে আগের কমিটির সভাপতি নাসির উদ্দিনকে মারধর করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বিএনপির সমর্থক নাতি কালাম ভুয়া একটি কমিটি করেছে। পরে নাসির উদ্দিন নিজে সভাপতি এবং তাকে (মাসুদ) নির্বাহী সভাপতি করে ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি খুলনা শ্রম অধিদপ্তর থেকে অনুমোদন এনেছেন। এই কমিটির সবাই বিএনপির সমর্থিত।
আরও পড়ুন: বরিশালে দখল দুষন আর চাঁদাবাজীতে বিএনপি শীর্ষে : চাঁদা না দেওয়ায় হামলা
মাসুদ আরও বলেন, ‘নাতি কালাম শ্রমিক ইউনিয়নের সভাপতিকে হুমকি-ধমকি দিয়ে লিখিত নিয়েছে। মূলত নাতি কালাম বহিরাগত। তার শ্রমিক ইউনিয়নের কার্ডই নেই। দুই পক্ষের মারামারির পর তাদের নিয়ে বসার দায়িত্ব দেওয়া হয়েছে নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারকে। বৈধ এবং অবৈধ শ্রমিককে বৈঠকে বসে চিহ্নিত করা হবে।’
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘পরিস্থিতি ঠিক করতে সেনাবাহিনী আমাকে দায়িত্ব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রথমেই আহতদের চিকিৎসা করিয়েছি। পরে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই লোক বাস এবং টেম্পোর শ্রমিক কার্ডধারী দাবি করে আসছে। এ নিয়ে এখানে বিশৃঙ্খলা রয়েছে।’ জিয়া উদ্দিন সিকদার আরও বলেন, ‘এখন সবাই বিএনপি হয়ে গেছে। প্রকৃত অর্থে বিএনপির কেউ বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নন।
বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন তিন চাকার স্ট্যান্ডের দখল নিয়ে চাঁদা আদায় করতে শ্রমিক দলের এক নেতার লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিন চাকার যানের কয়েকজন চালকসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
গতকাল রাতের ওই সংঘর্ষে গুরুতর আহত সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রূপাতলী এলাকার সাগর (৩০), আরিফ (৩০), কালাম হোসেন (৪২), রাজু (৩৫), কবির হোসেন (৪২) ও আবুল হোসেন (৪০)।
তিন চাকার যানের চালকেরা জানান, আওয়ামী লীগের আমলে একটি চক্র তিন চাকার যানের চালকদের কাছ থেকে দৈনিক ৫০ থেকে ৭০ টাকা করে চাঁদা আদায় করতেন। এ ছাড়া প্রতিটি যাত্রীবাহী বাস থেকে ৮০ থেকে ১২০ টাকা চাঁদা নেওয়া হতো। এর নিয়ন্ত্রক ছিলেন রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের দায়িত্বে থাকা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কতিপয় নেতা। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তাঁরা গা ঢাকা দিলে রূপাতলী শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নেন বিএনপির স্থানীয় নেতারা। বিএনপির নেতারা বাস শ্রমিক ইউনিয়নের দখল নিলেও তিন চাকার যানের চালকেরা ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাজীব মোল্লার নির্দেশে চাঁদা দেওয়া বন্ধ করে দেন।
বরিশালে সাবেক কাউন্সিলর জিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা:
বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার এবং তার স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালাত। স্ত্রীর নামে দলিলমূলে হস্তান্তর করা জমি প্রতারণার মাধ্যমে অন্যত্র বিক্রির চেষ্টা এবং বায়নার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় এ রায় আসে।
২০২২ সালের ১৭ ফেব্রুয়ারী বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে জানিয়েছেন তৎকালীন জিআরও এসআই খোকন চন্দ্র।
এদিকে জিয়াউদ্দিন শিকদারের শশুর বাড়ির লোকজন আওয়ামীলীগে যোগদান করেছে মর্মে চিত্র পাওয়া গেছে যা পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
জিয়াউদ্দিন শিকদারের শশুর
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়