নিহত পারভেজের ৭ সদস্যের সংসার এখন কে দেখবে, প্রশ্ন মায়ের


ইত্তেহাদ নিউজ,ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত পারভেজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃতদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে পারিবারিক কবরস্থানে শুক্রবার সকালে দাফন করা হয়েছে।
পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপির ধন্যপুর গ্রামের মিন্নত হাজী বাড়ির নবী উল্যার বড় ছেলে। তিনি ঢাকায় একটি থাই গ্লাসের দোকানে কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি মিরপুর এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেন।
পারিবারিক সূত্রে ও স্থানীয় ইউপি সদস্য মো. কফিল উদ্দিন জানান, গত জুলাইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পারভেজ শুরু থেকেই অংশগ্রহণ করে এবং ৫ আগস্ট পারভেজ মিরপুরে ছাত্রদের সঙ্গে যোগ দেয়। আন্দোলন দমাতে তৎকালীন সরকারের দলীয় সন্ত্রাসী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে পারভেজ গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎকার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে পারভেজ ৩৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকায় মৃত্যুবরণ করেন।
পারভেজের মা ফাতেমা বেগম ছেলে হত্যার বিচার চেয়ে বলেন, ‘আমার কলিজার টুকরা মানিক আমাকে ছেড়ে চলে গেল। পরিবারের ৭ সদস্য তার আয়ের উপর নির্ভর ছিল। এখন আমি কী করবো, কোথায় যাবো, কে দেখবে সংসার?’
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়