গাজীপুরে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা


ইত্তেহাদ নিউজ,ঢাকা : গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে ইসরাফিল (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহতের বাবা মো. নাছির বাদী হয়ে এ মামলা করেন। শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল। তিনি জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান লিটন (৫০), একই গ্রামের বাবুল মন্ডল (৪৫), শফিকুল ইসলাম (৩২), মো. আ. জলিল (৬০), সোহাগ (৪০), ইউসুফ (৪০), ছাত্তারসহ (৫৫) অজ্ঞাত আরও ১০-১২জন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টার সময় ইসরাফিলকে ডেকে শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যান দুর্বৃত্তরা। চুরির অভিযোগ দিয়ে সেখানে তাকে হাত-পা বেঁধে চার ঘণ্টা নির্যাতন করা হয়। গরম চা ঢেলে শরীর ঝলসে দেওয়া হয়। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর ও গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনার ১৩ দিন পর গত শুক্রবার বিকেলে ইসরাফিলের মৃত্যু হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।