বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ১৫ বছর ধরে চাকরি করছেন স্বামী-স্ত্রী ,জালিয়াতির আশ্রয় নিয়ে চাকরি


বরিশাল অফিস : জালজালিয়াতির আশ্রয় নিয়ে অবৈধভাবে নিয়োগ পেয়ে চাকরি করছেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের আর এম শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিরুল ইসলাম। স্থায়ী ঠিকানা বরগুনার আমুয়া হলেও চাকরির আবেদনে বরিশালের কাউনিয়া উল্লেখ করে চাকরি পেয়েছেন তিনি। ২০০৫ সালে নিজের স্ত্রী শাহানাজ পারভীনকেও জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পাইয়ে দিয়েছেন। এখন চলছে স্বামী-স্ত্রীর দাপট। মনিরুল গত ১৫ বছর ধরে এবং স্ত্রী প্রায় ১৯ বছর ধরে একই অফিসে চাকরি করে আসছেন। তাদের স্বেচ্ছাচারিতায় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীরা অতিষ্ঠ। সার্বিক বিষয়ে বরিশাল জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে-বরিশাল ডিসি অফিসের আর এম শাখায় কর্মরত অফিস সহকারী মনিরুল ইসলাম আকন ভুয়া স্থায়ী ঠিকানা ও নাগরিকত্ব সনদ ব্যবহার করে চাকরিতে প্রবেশ করেন। চাকরির শর্তে উল্লেখ ছিলো ‘প্রার্থীকে অবশ্যই বরিশালের স্থায়ী বাসিন্দা হতে হবে। কিন্তু মনিরুল বরগুনা জেলার বাসিন্দা হলেও কাউনিয়া স্থায়ী ঠিকানা উল্লেখ করেন চাকরির আবেদনে।
নিজে প্রতারণার আশ্রয় নিয়ে চাকরি নেওয়ার পর ২০০৫ সালে তার স্ত্রীকে একই প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করেন মনিরুল। সেই থেকে স্বামী-স্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত আছেন। কিন্তু নিয়ম অনুযায়ী ৩ বছর পর বদলী হওয়ার কথা। কিন্তু যখনই বদলীর সময় আসে তখনই মনিরুল নানা কৌশলে চতুরতার আশ্রয় নিয়ে নিজেদেরকে বদলী হওয়া থেকে রক্ষা করেন। এ বিষয়ে নতুন জেলা প্রশাসকের কাছে সঠিক তদন্তপূর্বক বিচার প্রার্থনা করেছেন অন্যান্য কর্মচারীরা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।