৭ তরুণকে চাপা দিল প্রাইভেটকার


ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজধানীতে প্রাইভেটকারের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সাত তরুণের ওপর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হন। ঘটনার পর ওই গাড়ির চালক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গাড়িটিও জব্দ করা হয়। ফুটপাত না থাকায় রাস্তা ধরে হাঁটার সময় তারা দুর্ঘটনার শিকার হন।
বিমানবন্দর থানার এসআই আবুল কালাম বলেন, একটি বাহিনীতে চাকরিপ্রত্যাশী ওই সাত তরুণ দেশের বিভিন্ন স্থান থেকে এসে রাজধানীর ৩০০ ফিটে যান। চাকরি প্রার্থী হিসেবে বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে মাঠে দাঁড়ান। ৩০০ ফিট থেকে ফিরে উত্তরার দিকে হেঁটে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তারা সবাই একে অন্যের পরিচিত।
আহতরা হলেন- ফজলে রাব্বী, মামুনুর রশিদ, নূর আলম, সামিউল ইসলাম, মো. রাকিব ও আতিক মাহমুদ নূর। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে রশিদ, নূর আলম ও সামিউলের পা ভেঙে গেছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।
ইতোমধ্যে এ দুর্ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, দুই দলে সাত তরুণ বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে ফুটপাত না থাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তরুণদের ডানপাশ দিয়ে উত্তরার দিকে যাচ্ছে গাড়ি। এর মধ্যে সাদা রঙের একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে এসে তাদের চাপা দেয়। তাদের উদ্ধারে টার্মিনালের গার্ডসহ আশপাশের মানুষকে ছুটে আসতে দেখা যায়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি এরশাদ আহমেদ বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে। ঘটনার পর প্রাইভেটকার জব্দ ও গাড়ির মালিককে আটক করেছি। আটক ব্যক্তির একজন ব্যবসায়ী। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তার সঙ্গে আর কেউ ছিল না।
ওসি বলেন, আটক ব্যক্তি জানিয়েছেন, তার গাড়ির চাকা ফেটে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে। বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হতে পারব। এ ছাড়া এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন মারা গেছেন। নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা দিদার এলাহী ও অজ্ঞাত রিকশাচালক। গতকাল ভোর পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিক্যালের সামনে দুর্ঘটনাটি ঘটে। যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, রিকশাচালক একজন যাত্রী নিয়ে মাতুয়াইল মেডিক্যাল রোড দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা দুজন মারা যান। ঘটনার পরপরই কার্ভাডভ্যান চালক পালিয়ে গেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালকের নাম-পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
নিহত ব্যাংক কর্মকর্তা দিদারের চাচাতো ভাই আহসান হাবীব জানান, তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামে। স্ত্রী সুমনা আক্তার ও দেড় মাস বয়সী মেয়েসহ পরিবার নিয়ে মাতুয়াইল মেডিক্যাল মোড় এলাকায় থাকতেন। এসবিএসি ব্যাংকের মতিঝিল প্রধান শাখায় অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন দিদার।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সাদাফ নামে এক ছাত্রের পা ভেঙে গেছে। গত শনিবার রাত সাড়ে ১১টার পর এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সাদাফ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের ছাত্র এবং বিজয় একাত্তর হলে থাকতেন।
সংগীত বিভাগের ছাত্র রাসেল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১১টার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের বিপরীত পাশ থেকে রাস্তা পার হচ্ছিল সাদাফ। এমন সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে সাদাফের ওপর দিয়ে চালিয়ে দেয়। এতে সাদাফ ও তার এক বন্ধু আহত হন। সাদাফের দুই পায়ের হাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, বিষয়টি এখনো কেউ জানায়নি। তাকে দেখতে হাসপাতালে এখনই টিম পাঠাচ্ছি। বিশ্ববিদ্যায় তার পাশে থাকবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।