ইইডির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


ইত্তেহাদ নিউজ,ঢাকা :দুর্নীতি ও অদক্ষতার অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী রায়হান বাদশাসহ তিন শীর্ষ কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আর নতুন প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন ইইডির চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরী।গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।ওএসডি হওয়া অন্যরা হলেন- প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফরোজা বেগম ও সমীর কুমার রজক দাস।তাছাড়া ইইডির সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলতাফ হোসেনকে প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়েছে।জানা যায়, ওএসডি হওয়া তিন প্রকৌশলী বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য ছিলেন। এরমধ্যে রায়হান বাদশাকে গত ২৪ আগস্ট প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দিয়েছিল সরকার। এরপরও তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। তার বিরুদ্ধে বেশ কয়েকবার ঠিকাদারদের কাছে অপদস্ত হওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া বিভাগীয় মামলাও ছিল। তার এসিআরও নেই বলেও প্রকৌশলীরা জানিয়েছেন।
আবার সিলেটের অন্তত ১১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতি ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে রায়হান বাদশার বিরুদ্ধে। তিনি দুর্নীতি আড়াল করতে সিলেটের নির্বাহী প্রকৌশলীকে জোরপূর্বক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন বলেও অভিযোগ উঠেছিল।আর সমীর কুমার রজক দাসের বিরুদ্ধে নিয়মিত দপ্তরে না থাকা এবং নথিপত্র ও ড্রইং-ডিজাইন আটকে রেখে ঠিকাদারদের হয়রানি করার বিস্তর অভিযোগ রয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।