মুক্তি পাচ্ছেন আরও ৯০ ফিলিস্তিনি


ইত্তেহাদ নিউজ ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামীকাল শনিবার ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। খবর আল-জাজিরার।
বন্দিদের মধ্যে নয়জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং ৮১ জন দীর্ঘমেয়াদি সাজা ভোগ করছেন।
এর আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তিন ইসরাইলি জিম্মির নাম প্রকাশ করে, যাদের শনিবার মুক্তি দেওয়া হবে। তারা হলেন- ওফার কালদেরন, কিথ সিগেল এবং ইয়ার্ডেন বিবাস।
চুক্তির প্রথম ধাপ ৪২ দিন স্থায়ী হবে। এ সময় আনুমানিক এক হাজার ৭০০ থেকে দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
হামাস বৃহস্পতিবার গাজা থেকে তিন ইসরাইলি ও পাঁচ থাই জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরাইল ১১০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যায় ৪৭ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।