ধর্ম

রোজা অবস্থায় যে কাজ কোনোভাবেই করা যাবে না

1740846781 e78a6915c1adbcfd2e32645873b7f024 2503031028
print news

ইত্তেহাদ নিউজ ডেস্করমজান মাসে রোজা রাখা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে, রোজা রেখে কিছু কাজ করলে রোজা ভেঙে যেতে পারে বা এর পূর্ণতা ব্যাহত হতে পারে।

তাই রোজাদারদের অবশ্যই সচেতন থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক, রোজা অবস্থায় কোন কাজগুলো করা যাবে না।

ইচ্ছাকৃতভাবে পানাহার করা
রোজা অবস্থায় কোনো খাবার বা পানি পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভুলবশত কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না, তবে ইচ্ছাকৃতভাবে কিছু খেলে রোজা ভেঙে যাবে।

ধূমপান বা যেকোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ
ধূমপান বা অন্য কোনো নেশাদ্রব্য গ্রহণ রোজার মূল উদ্দেশ্যকেই ব্যাহত করে। এটি ইসলামী বিধান অনুসারে রোজা ভঙ্গের অন্যতম কারণ।

ইচ্ছাকৃতভাবে বমি করা
যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে বমি এলে রোজা ভাঙবে না।

সহবাস করা
রোজার সময় সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এটি করে, তবে তাকে কাফফারা আদায় করতে হবে, যা অত্যন্ত কঠিন বিধান।

ইনজেকশন বা স্যালাইন গ্রহণ করা
যেসব ইনজেকশন বা স্যালাইন পুষ্টি সরবরাহ করে, সেগুলো গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। তবে কোনো ওষুধ বা চিকিৎসার কারণে ইনজেকশন নিলে আলেমদের পরামর্শ নেওয়া উচিত।

মিথ্যা বলা, গিবত করা ও ঝগড়া করা
রমজানের শিক্ষা হলো আত্মসংযম। তাই রোজাদারদের উচিত মিথ্যা, গিবত (পরনিন্দা) ও ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকা। এতে রোজার পবিত্রতা নষ্ট হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ বাধাগ্রস্ত হতে পারে।

শরীরে ইচ্ছাকৃত রক্ত প্রবেশ করানো
যদি কেউ শরীরে রক্ত প্রবেশ করায়, যেমন রক্ত নিতে হয় বা রক্ত পরিবর্তনের প্রয়োজন হয়, তবে এটি রোজা ভঙ্গের কারণ হতে পারে।

অনৈতিক চিন্তা বা কু-দৃষ্টি রাখা
রোজা শুধু না খাওয়া বা পান না করার নাম নয়; বরং আত্মিক শুদ্ধতার মাধ্যম। তাই অশ্লীল চিন্তা, খারাপ দৃষ্টি বা অন্যের প্রতি কু-নজর রোজার সওয়াব কমিয়ে দেয়।

অতিরিক্ত পানি নাকে-গলায় তোলা
ওজু বা গোসলের সময় অতিরিক্ত পানি গলায় প্রবেশ করানো রোজার জন্য ক্ষতিকর হতে পারে। তাই সাবধানতার সঙ্গে ওজু করা উচিত।

রমজানের মূল উদ্দেশ্য হলো আত্মসংযম, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আত্মশুদ্ধি। তাই আমাদের উচিত এসব কাজ থেকে দূরে থেকে রোজার পবিত্রতা রক্ষা করা।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.