ফিচার

আপনার পুরুষ বন্ধু বেশি? এই ৮টি বিশেষ গুণই হতে পারে কারণ!

3 2025 03 06T012153194 2503051923
print news

ইত্তেহাদ নিউজ ডেস্ককেন কিছু নারী সহজেই পুরুষ বন্ধু তৈরি করেন?কিছু নারী স্বাভাবিকভাবেই পুরুষ বন্ধুদের সঙ্গে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। এটি নারীদের অপছন্দ করার বিষয় নয়, বরং পুরুষদের সঙ্গে সংযোগ স্থাপন করা তাদের জন্য সহজ হয়ে ওঠে।

এটি কোনো সামাজিক প্রবণতা বা সচেতন সিদ্ধান্ত নয়,এটি ব্যক্তিত্বের বিশেষ কিছু বৈশিষ্ট্য, যোগাযোগের ধরন, এবং সম্পর্কের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। যেসব নারীরা পুরুষ বন্ধুদের সঙ্গে সহজেই বন্ধুত্ব গড়ে তোলেন, তাদের মধ্যে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য দেখা যায়। আপনি কি এর মধ্যে পড়েন? চলুন জেনে নেওয়া যাক!

১. তারা সরাসরি কথা বলেন, নাটকীয়তা এড়ান
এই নারীরা জটিলতা বা অপ্রয়োজনীয় আবেগজনিত টানাপোড়েন পছন্দ করেন না। তারা যা মনে করেন, সেটাই বলেন এবং অন্যদের থেকেও একই রকম খোলামেলা আচরণ প্রত্যাশা করেন। ছলচাতুরী, ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বা লুকানো বার্তা বোঝার ঝামেলা পছন্দ করেন না তারা। ফলে পুরুষদের সঙ্গে বন্ধুত্ব সহজতর হয়, কারণ তারাও সাধারণত এমনই সরাসরি যোগাযোগ করেন।

২. তারা সহজ-সরল এবং স্পন্টেনিয়াস
বেশি পরিকল্পনা বা জটিলতার মধ্যে না গিয়ে মুহূর্তটাকে উপভোগ করাই তাদের বৈশিষ্ট্য। কোনো পরিকল্পনা হুট করে বদলে গেলে বা শেষ মুহূর্তে কোথাও যাওয়ার সিদ্ধান্ত হলে, তারা তাতে কোনো আপত্তি করেন না। এই ধরনের সহজ-সরল মানসিকতা পুরুষ বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক ও মসৃণ করে তোলে।

৩. তাদের হাস্যরস অনুভূতি দারুণ
তাদের কৌতুক করার ক্ষমতা অসাধারণ, এবং তারা মজার পরিস্থিতি উপভোগ করতে জানেন। তারা মজার ঠাট্টাকে সহজভাবে নিতে পারেন এবং পাল্টা হাস্যরসের মাধ্যমে বন্ধুত্ব আরও গভীর করেন। গবেষণায় দেখা গেছে, পুরুষেরা হাস্যরসের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলেন, এবং এই নারীরা সেই সুরেই তাল মেলাতে পারেন।

৪. তারা কম-মেইনটেন্যান্স বন্ধু
প্রতিনিয়ত যোগাযোগ বা দীর্ঘ আলাপচারিতার প্রয়োজন হয় না এই নারীদের। তারা সহজ-সরল সম্পর্ক পছন্দ করেন, যেখানে কয়েকদিন যোগাযোগ না হলেও বন্ধুত্ব অটুট থাকে। এই মানসিকতা পুরুষদের বন্ধুত্বের ধরনটির সঙ্গে সহজেই মানিয়ে যায়, কারণ তারাও সাধারণত বন্ধুত্ব টিকিয়ে রাখতে অতিরিক্ত প্রচেষ্টা করেন না।

৫. তারা বিশ্বস্ত ও রক্ষণশীল
বিশ্বাস ও আনুগত্য তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যাদের বন্ধু মনে করেন, তাদের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকেন। বিপদের সময় পাশে দাঁড়ানো, আড়ালে বন্ধুদের সুনাম রক্ষা করা বা প্রয়োজনে সমর্থন দেওয়া,এগুলো তাদের চরিত্রের অন্যতম দিক। পুরুষ বন্ধুত্বে বিশ্বস্ততা খুব গুরুত্বপূর্ণ, এবং এই নারীরা এই গুণের কারণে সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠেন।

৬. তারা স্বাধীন এবং আত্মনির্ভরশীল
তারা নিজের কাজ নিজের মতো করে করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বন্ধুরা ব্যস্ত থাকলে বা পরিকল্পনা বাতিল হলে তারা মন খারাপ করেন না। তারা একা সময় কাটাতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং কারও প্রতি নির্ভরশীল নন। এই মানসিকতা পুরুষ বন্ধুদের সঙ্গে সহজে মানিয়ে নিতে সাহায্য করে, কারণ পুরুষ বন্ধুত্বেও অধিকাংশ সময় কম নির্ভরশীলতা দেখা যায়।

৭. তারা খোলামেলা ও স্পষ্টবাদী
কিছু নারীরা মিষ্টি কথা বলে পরিস্থিতি এড়াতে চান, কিন্তু এরা তা করেন না। তারা কোনো কিছু পছন্দ না করলে স্পষ্টভাবে জানিয়ে দেন, এবং বন্ধুরাও তাদের কথায় আস্থা রাখতে পারেন। পুরুষ বন্ধুত্বের অন্যতম বৈশিষ্ট্য সরলতা এবং সত্যবাদিতা, যা এই নারীদের আরও গ্রহণযোগ্য করে তোলে।

৮. তারা সম্পর্কের মানকে সামাজিক ছাঁচের চেয়ে বেশি গুরুত্ব দেন
তারা কোনো নির্দিষ্ট সামাজিক নিয়ম বা প্রত্যাশা অনুসারে বন্ধুত্ব করেন না। কে পুরুষ, কে নারী,এসব না ভেবে তারা এমন মানুষদের সঙ্গেই বন্ধুত্ব গড়ে তোলেন, যাদের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তারা সম্পর্কের গুণগত দিককে প্রাধান্য দেন, এবং এ কারণেই তাদের বন্ধুত্ব গভীর ও দীর্ঘস্থায়ী হয়।

মানবিক সম্পর্ক কোনো নির্দিষ্ট ছকে বাধা নয়। গবেষণায় দেখা গেছে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বন্ধুত্ব তৈরিতে লিঙ্গের চেয়েও বড় ভূমিকা রাখে। বন্ধুত্ব মানে সামাজিক নিয়ম মেনে চলা নয়, বরং এমন মানুষদের খুঁজে বের করা, যারা আপনাকে স্বাচ্ছন্দ্য ও আনন্দ দেয়, এবং যারা আপনাকে আপনার প্রকৃত রূপে গ্রহণ করে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.