বাংলাদেশ বরিশাল

বাকেরগঞ্জে প্রকাশ্য সড়কে নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

6599d7e9a9f594d329d9219da735d8da 67cd97346c8a0
print news

ইত্তেহাদ নিউজ ডেস্কবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাগ্‌বিতণ্ডার জেরে এক নারীকে সড়কে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে সড়কের ওপর এক নারীকে অপর এক পুরুষ ব্যক্তি উপর্যুপরি কিল ও ঘুষি দিচ্ছেন। এ সময় পুরুষ ব্যক্তিকে নিবৃত্ত করার চেষ্টা করছেন পথচারী ও স্থানীয় ব্যক্তিরা।

২৭ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি শুক্রবার (৭ মার্চ) দুপুরের। বাকেরগঞ্জ পৌর শহরের সদর রোডের একটি তৈরি পোশাকের দোকানে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে। মারধর করা ব্যক্তি দোকানটির মালিক জাকির হোসেন। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, শুক্রবার দুপুরে তিনি ওই দোকানে পোশাক কিনতে যান। এ সময় দোকানমালিক জাকির হোসেন পোশাক দেখানোর নামে তার (নারী) শরীরের স্পর্শকাতর স্থানে ইচ্ছাকৃতভাবে হাত দেন। এর প্রতিবাদ করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাকে (নারী) মারধর শুরু করেন দোকানমালিক। কিল-ঘুষি মারতে মারতে দোকানের বাইরে সড়কের ওপর নিয়ে যান।

অভিযুক্ত জাকির হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে আমার দোকানে এসে আমার ওপর প্রথমে হামলা করেছিল। এরপর আমিও পাল্টা হামলা করেছি।

প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, দোকানের ভেতরে হট্টগোল দেখে তারা গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। তবে এর আগেই হামলার ঘটনা ঘটে।বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহবুদ্দিন শাহিন তালুকদার বলেন, জাকির হোসেন বাকেরগঞ্জ পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। তবে নারীর সঙ্গে তার এমন আচরণের বিষয়টির বিস্তারিত কিছুই তিনি জানেন না। তবে একটি ভিডিও ফেসবুকে দেখেছেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব নাসির উদ্দিন জমাদ্দার দাবি করেন, নারীকে মারধরের ঘটনাটি সত্য নয়। তিনি বলেন, আমরা বিষয়টির খোঁজ নিয়েছি। আসলে ওই নারীকে মারধর করার ঘটনা ঘটেনি। বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে থাকা ছেলে দোকানমালিক জাকির হোসেনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ছেলেকে মারধর করেছেন। ওই নারী ছেলেকে রক্ষা করতে গেছে। আসলে জাকির হোসেন ওই নারীকে মারধর করেননি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামও হামলা-পাল্টা হামলার কথা জানান। তিনি বলেন, জাকির ওই নারীর ছেলের ওপর হামলা করেছেন। এ সময় ওই নারী তার ছেলেকে রক্ষা করতে গিয়েছিলেন। আসলে ওই নারীকে মারধর করা হয়নি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.