উত্তর মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ৫১


ইত্তেহাদ নিউজ ডেস্ক : উত্তর মেসিডোনিয়ার এক নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ৫১ জনের নিহতের খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছে শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (১৬ মার্চ) এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, কোচানি শহরের পালস ক্লাবে রোববার ভোর নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায়, ভবনে ভয়াবহ আগুন জ্বলছে এবং রাতের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাত তিনটায় ক্লাবটিতে আগুন লাগে। সেইসময় এডিএন নামে একটি ব্যান্ড পারফর্ম করছিল। সেইসময় কনসার্টে অন্তত এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন।
আতশবাজি যন্ত্র ব্যবহারের কারণে সেখানে আগুন লাগতে পারে বলে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।